Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্ত্রী’কে চুমু খেয়ে নতুন গানের ‘তামাশা’য় বাংলাদেশের নোবেল

কৌশিক পোল্ল্যে: বিতর্কিত মন্তব্যের জেরে খবরের সর্বত্রই নিজের জায়গা করে নিয়েছেন বাংলাদেশি গায়ক মাইনুল আহসান নোবেল। তার নিবাস বাংলাদেশে হলেও পশ্চিমবঙ্গের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ তে…

Avatar

কৌশিক পোল্ল্যে: বিতর্কিত মন্তব্যের জেরে খবরের সর্বত্রই নিজের জায়গা করে নিয়েছেন বাংলাদেশি গায়ক মাইনুল আহসান নোবেল। তার নিবাস বাংলাদেশে হলেও পশ্চিমবঙ্গের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ তে তিনি অংশগ্রহন করে বিশেষ পরিচিতিলাভ করেন। সবকিছু ঠিকঠাক থাকলেও অনুষ্ঠান শেষে দেশে ফিরে ভারতের বিভিন্ন নামিদামী ব্যক্তিত্বদের নিয়ে তীর্যক মন্তব্যের জেরে খবরের শীর্ষে উঠে আসেন নোবেল।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় ভারতীয়দের রোষের শিকার হন নোবেল, এই মর্মে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। চাপে পড়ে অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হন গায়ক। তার ভারতে পুনরায় প্রবেশের নিষেধাজ্ঞা নিয়ে যথেষ্ট জল্পনা কল্পনা তৈরি হয়েছে। যদিও গায়ক স্পষ্ট জানিয়েছেন ভারতে তিনি আবার আসবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এ তো গেল অন্য প্রসঙ্গ, এবার এক নতুন তামাশায় মেতেছেন নোবেল। তার স্ত্রী’কে চুমু খেয়ে প্রকাশ করলেন তার সেই প্রতিক্ষিত গান ‘তামাশা’ এর টিজার, যে গান ধীরেই তৈরি হয়েছে এত বিতর্ক। গানের প্রসঙ্গে নোবেল জানান, এই গানটি তিনি বেশ বড় পরিসরে মুক্তি দিতে চেয়েছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতির শিকার হয়ে সেই অবসর পাননি তাই গানের মডেল হিসেবে নিজের স্ত্রী’কেই কাস্ট করলেন নোবেল। নোবেলের স্ত্রী মেহবুবা জানালেন, এই গানে নোবেলের সঙ্গে প্রথমবারের জন্য স্ক্রিনশেয়ার করতে পেরে তিনি খুবই খুশি।

উল্লেখ্য গত বছরে নভেম্বরে চুপিসারে মেহবুবা সালসাবিসের সঙ্গে নোবেলের বিয়ের খবরটি সদ্যই ফাঁস হয়েছে। বিয়েতে পাঁচ লক্ষ টাকা পণ নেন নোবেল সেকথাও জানা গিয়েছে বিয়ের সার্টিফিকেটে, বিয়ের পর স্ত্রী’কে মারধর করেন গায়ক, এমন খবরও পাওয়া গিয়েছে তার প্রতিবেশীর কাছ থেকে। তবে কি ভাবমূর্তি রক্ষা করতেই স্ত্রী’র সঙ্গে অনস্ক্রিন রসায়ন শেয়ার করলেন গায়ক! সেবিষয়টি অবশ্য ধোঁয়াশাই থেকে গিয়েছে। নোবেলের নতুন গান ‘তামাশা’ ৭ই জুন ইউটিউবে মুক্তি পাবে।

About Author