Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গোপনে ৩ বার বিয়ে সেরেছেন নোবেল, লুকিয়ে সংসার করছে বাংলাদেশের গায়ক

কৌশিক পোল্ল্যে: অমানবিক নোবেল। কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করে খবরের শীর্ষে উঠে আসেন এই বাংলাদেশি গায়ক। ভারতীয় ইউজারদের চাপে পড়ে শেষে ক্ষমা চাইতে বাধ্য…

Avatar

কৌশিক পোল্ল্যে: অমানবিক নোবেল। কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করে খবরের শীর্ষে উঠে আসেন এই বাংলাদেশি গায়ক। ভারতীয় ইউজারদের চাপে পড়ে শেষে ক্ষমা চাইতে বাধ্য হন মাইনুল আহসান নোবেল। যদিও এই সবকিছুকে নিজের গানের প্রচার হিসেবে দাবি করেছেন গায়ক। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক বড়সড় বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি।

প্রকাশ্যে এসেছে এক নতুন তথ্য। গোপনে বিয়ে করেছেন নোবেল, এই ঘটনার সত্যতা যাচাই করেছেন তারই এক প্রতিবেশী। কিন্তু এত জনপ্রিয় গায়ক হয়েও লুকিয়ে বিয়ে করলেন কেন তিনি? এ প্রশ্নের উত্তরে জানিয়ে রাখার ভালো, এটি নোবেলের তৃতীয় বিয়ে এবং এই বিয়ের সার্টিফিকেটও প্রকাশ্যে এসেছে যাতে স্পষ্ট লেখা রয়েছে, ৫ লক্ষ টাকা পণ নিয়ে ২০১৯ এর ১৫ই নভেম্বর মেহরুবা সালসাবিল নামক এক যুবতীকে বিয়ে করেছেন নোবেল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সাত মাসে আগেই চুপিসারে তৃতীয় বিয়ে সারেন নোবেল। এর আগে রিমির সঙ্গে সংসার বেঁধেছিলেন ওই গায়ক সে সম্পর্কটি ভেঙে গিয়েছে। রিমিই ডিভোর্স দেন নোবেলকে। এরপর নিজের এক আত্মীয়কে বিয়ে করেন তিনি, এই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি। এরপর তৃতীয় বিয়ের সার্টিফিকেটটি সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

চমকের এখানেই শেষ নয়, আছে আরও তথ্য। তার নতুন বিবাহিতা স্ত্রী মেহরুবাকে প্রতিদিনই মারধর করেন নোবেল এই খবর তার প্রতিবেশী মারফৎ জানা যায়। ওই প্রতিবেশী আরও জানান, মানুষ যেমন তিনবেলা খাবার খায় তেমনই গায়ক নোবেল তিনবেলাই বৌকে পেটান। এই অমানবিক খরবটি প্রকাশ্যে আসার পরই সমালোচনার তীব্র ঝড় শুরু হয় ওপার বাংলায়, যদিও এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি গায়ক। এর আগেও তার বিরুদ্ধে নারীনিগ্রহের একাধিক অভিযোগ উঠেছে তবে প্রতিবারই তা অস্বীকার করেছেন নোবেল।

About Author