Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বন্ধু বাংলাদেশকে ঈদের উপহার, ১০ টি রেল ইঞ্জিন পাঠাল ভারত

করোনা ভাইরাস জনিত মহামারির মধ্যেই বন্ধু বাংলাদেশকে উপহার পাঠাল ভারত। প্রতিবেশী এই দেশকে এ বছর মোট ১০ টি লোকোমোটিভ রেল ইঞ্জিন উপহার হিসেবে পাঠিয়েছে নয়াদিল্লি। সোমবার দুপুর আড়াইটে নাগাদ ভিডিয়ো…

Avatar

করোনা ভাইরাস জনিত মহামারির মধ্যেই বন্ধু বাংলাদেশকে উপহার পাঠাল ভারত। প্রতিবেশী এই দেশকে এ বছর মোট ১০ টি লোকোমোটিভ রেল ইঞ্জিন উপহার হিসেবে পাঠিয়েছে নয়াদিল্লি। সোমবার দুপুর আড়াইটে নাগাদ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এই উপহার বাংলাদেশের হাতে তুলে দেয় ভারত সরকার। ভার্চুয়াল এই অনুষ্ঠানে নয়াদিল্লি থেকে যোগ দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও রেলমন্ত্রী পীযূষ গয়াল।

অন্যদিকে, বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন রেলমন্ত্রী মোহম্মদ নুরুল ইসলাম সুজন ও বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এদিন বিকেল সাড়ে ৩ টে নাগাদ পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে ১০ টি রেল ইঞ্জিন। হাজার খানেক মানুষের উপস্থিতিতে ভারতের পাঠানো এই উপহারকে করতালি দিয়ে স্বাগত জানায় বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যম।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত অক্টোবরে বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফরে এলে সে দেশের রেলের উন্নয়নে সাহায্যের আশ্বাস দেয় ভারত। সেই সময় হিসেবে রেল ইঞ্জিন দিয়ে সাহায্যের কথা ঘোষণা করেছিল ভারতীয় রেল। সেই কথা রেখেই এদিন ১০ টি ব্রডগেজ লোকোমোটিভ রেল ইঞ্জিন পাঠাল ভারত। উন্নত মানের এই রেল ইঞ্জিন গুলো কমপক্ষে ২০ বছর ব্যবহার করা যাবে বলে জানা গেছে।

লোকোমোটিভ ইঞ্জিনের অভাবে বাংলাদেশে ক্ষতির মুখে পড়তে হচ্ছে রেল পরিষেবাকে। সূত্রের খবর, বর্তমানে বাংলাদেশ রেলের সংগ্রহে থাকা রেল ইঞ্জিন গুলোর আয়ুষ্কাল ২০ বছর পেরিয়ে গেছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা এইসব ইঞ্জিন দিয়েই চলছে বাংলাদেশের রেল পরিষেবা। ফলে ভারত থেকে উন্নত এই রেল ইঞ্জিন গুলো পেয়ে উপকৃত হবে বাংলাদেশ।

About Author