Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এই চুক্তির জন্য ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

বাংলাদেশ সংলগ্ন ভারতীয় রাজ্যগুলোতে এনআরসি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে চলেছেন বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রীরা। সব ক্ষেত্রেই মূলত লক্ষ্য একটিই জাতি। তা হলো বাংলাদেশ থেকে আগত মুসলমান সম্প্রদায়। তাদের…

Avatar

বাংলাদেশ সংলগ্ন ভারতীয় রাজ্যগুলোতে এনআরসি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে চলেছেন বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রীরা। সব ক্ষেত্রেই মূলত লক্ষ্য একটিই জাতি। তা হলো বাংলাদেশ থেকে আগত মুসলমান সম্প্রদায়। তাদের পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে বারবার হুমকি দিচ্ছেন বিজেপির ছোট বড়ো নেতা মন্ত্রীরা।

এই আবহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক ঘিরে আগ্রহের সঞ্চার হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, আগামী শনিবার হায়দ্রাবাদ ভবনে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বসবেন। তবে সেখানে এনআরসি নিয়ে কোনরূপ আলোচনা না হওয়ার সম্ভাবনা প্রবল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিদেশমন্ত্রক সূত্রের খবর, রোহিঙ্গা পুনর্বাসন, তিস্তা জলবন্টন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে। এই আলোচনার শেষে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট ৮ টি মউ সাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্কের আরও উন্নতি ঘটবে বলে মনে করা হচ্ছে। শেখ হাসিনার এই সফরে, ভারতের বড় বড় বিনিয়োগ সংস্থাগুলোকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানাবেন তিনি, এমনটাই জানা গেছে।

About Author