এই মুহূর্তে দেব নিজের ফিল্মের শুটিংয়, ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’ রিয়েলেটি শো এবং আসন্ন নির্বাচন নিয়ে তুমুল ব্যস্ত রয়েছেন। তবে কিছুদিনের মধ্যেই ‘ম্যাজিক মোমেন্টস’-এর আগামী ছবিতে দেখা যাবে দেব-কে। ছবিটি প্রযোজনা করছেন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly) ও শৈবাল চট্টোপাধ্যায় (shaibal chatterjee)। এর আগে লীনা ও শৈবালের প্রযোজনায় ‘সাঁঝবাতি’ ফিল্মে অভিনয় করেছিলেন দেব।Humbled ?? https://t.co/7ONq5hbBxs
— Dev (@idevadhikari) March 7, 2021
দেব-শুভশ্রীর গানে উদ্যম নাচ বাংলাদেশের জওয়ানদের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
দেব (Dev) ও শুভশ্রী (subhasree) একসময় টলিটাউনের মোস্ট হট অ্যান্ড হ্যাপেনিং জুটি ছিলেন। শুভশ্রীর একনিষ্ঠ প্রেমিক ছিলেন দেব। শুভশ্রীর লিভিং রুমের টেবিলে সাজানো থাকত দেবের ছবি। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে একসময়…

আরও পড়ুন