খেলাক্রিকেট

RCB Vs RR: ২২ গজের মহারণে আজ মুখোমুখি ব্যাঙ্গালোর-রাজস্থান, দেখে নিন দুই দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ

২০৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৯৩ রানে থেমে যায় লখনউ সুপার জায়েন্টসের ইনিংস। ১৪ রানের ব্যবধানে জিতে আজ রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামবে বিরাট কোহলিরা।

×
Advertisement

১৫ তম আইপিএলের আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে শক্তিশালী রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। ইতিপূর্বে প্রথম কোয়ার্টার ফাইনালে রাজস্থানকে পরাজিত করে চলতি আইপিএলে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। আজ দ্বিতীয় ফাইনালিস্ট নির্বাচনের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে দুই মহাশক্তি। ইতিপূর্বে প্রথম কোয়ার্টার ফাইনালে শক্তিশালী গুজরাটের বিরুদ্ধে মাঠে নেমে ৭ উইকেটে পরাজিত হয় রাজস্থান রয়্যালস। তবে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে থাকার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুসারে ফাইনালে পৌঁছানোর আরও একটি সুবর্ণ সুযোগ পেতে চলেছে রাজস্থান।

Advertisements
Advertisement

ইতিপূর্বে আইপিএলের একমাত্র এলিমিনেটর ম্যাচে শক্তিশালী লখনউ সুপার জায়েন্টসকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে প্রথমে ব্যাটিং করে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ২০৭ রানের বিশাল স্কোর দাঁড় করাতে সক্ষম হয়। ২০৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৯৩ রানে থেমে যায় লখনউ সুপার জায়েন্টসের ইনিংস। ১৪ রানের ব্যবধানে জিতে আজ রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামবে বিরাট কোহলিরা।

Advertisements

তবে আজকের ম্যাচে প্রত্যক্ষ লড়াইয়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। দুটি দলের বিগত ম্যাচে রাজস্থানের পরাজয় এবং ব্যাঙ্গালোরের জয় আজকের ম্যাচে বড় ব্যবধান সৃষ্টি করতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাছাড়া রাজস্থান রয়েলস আইপিএলের প্রথম আসরে একবার মাত্র কোর্য়াটার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল এবং উক্ত বছরে শিরোপা জিতেছিল তারা। সেক্ষেত্রে অভিজ্ঞতার নিরিখেও বেশ কিছুটা এগিয়ে রয়েছে ব্যাঙ্গালোর। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে দেখে নিন কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ-

Advertisements
Advertisement

রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সম্ভাব্য শক্তিশালী একাদশ: বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), রজত পাটিদার, গ্লেন ম্যাক্সওয়েল, দিনেশ কার্তিক, মহিপাল লোমর, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসরাঙ্গা হার্সেল প্যাটেল,মোহাম্মদ সিরাজ, জোশ হ্যাজেলউড।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য শক্তিশালী একাদশ: দেবদত্ত পাডিক্কল, করুণ নায়ার, রাসি ভ্যান ডের ডুসেন, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, জস বাটলার (উইকেট রক্ষক) এবং সঞ্জু স্যামসন(অধিনায়ক)।

Related Articles

Back to top button