Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আর দাঁড়াতে হবে না লাইনে, এইভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কাটতে পারবেন মেট্রো টিকিট

আপনি যদি প্রতিনিয়ত মেট্রো লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে যান তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। এই মুহূর্তে অনেকেই মেট্রো লাইনের দাঁড়িয়ে টিকিট কাটার থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে টিকিট…

Avatar

আপনি যদি প্রতিনিয়ত মেট্রো লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে যান তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। এই মুহূর্তে অনেকেই মেট্রো লাইনের দাঁড়িয়ে টিকিট কাটার থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে টিকিট কেটে থাকে কিন্তু সেগুলিকে রিচার্জ করা মহা মুশকিলের কাজ। এবার থেকে সেই সমস্যা দূর হতে চলেছে কারণ বেঙ্গালুরু মেট্রো নিয়ে এসেছে একটা দারুণ সুবিধা। এবারে আপনারা বেঙ্গালুরুতে ভ্রমণের জন্য টিকিট বুক করতে পারেন একেবারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কিউআর কোড ব্যবহার করে নিজের টিকিট কেটে নিতে পারবেন আপনি। ফলে আপনাকে আর লাইনে দাঁড়াতে হবে না। যেহেতু সবার কাছে স্মার্ট কার্ড নেই তাই সমস্যায় পড়তেন যাত্রীরা কিন্তু এবার থেকে ব্যাঙ্গালুরু মেট্রোতে দূর হবে এই সমস্যা।

হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে টিকিট বুক করার ক্ষেত্রে প্রথম স্থানে উঠে এসেছে ব্যাঙ্গালোর মেট্রো। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই দিল্লি মেট্রোতে এই নতুন নিয়ম কার্যকর হবে। আর যদি দিল্লি মেট্রোতে এই নিয়ম কার্যকর হয়ে যায় তাহলে খুব শীঘ্রই কলকাতা এবং অন্যান্য মেট্রো এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিকিট কাটার নিয়ম কার্যকর হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ভারতীয় মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে। তাই এই মুহূর্তে যেন জেনে নেওয়া যাক কিভাবে whatsapp এর মাধ্যমে আপনি মেট্রো টিকিট বুক করবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১. whatsapp এর মাধ্যমে ব্যাঙ্গালোর মেট্রো টিকিট বুক করতে হলে প্রথমে আপনাকে ফোনে BMRCL এর অফিসিয়াল WHATSAPP CHATBOT NUMBER – 8105556677 আপনার নিজের ফোনে সেভ করে নিতে হবে।

২. এরপর আপনাকে সেখানে একটি বার্তা পাঠাতে হবে এবং সেখানে অপশন আসবে কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত আপনি টিকিট কাটবেন।

৩. সেটি বাছাই করে নেওয়ার উপরে অপশন আসবে পেমেন্টের এবং কত টাকা দিতে হবে গ্রাহককে তা জানিয়ে দেওয়া হবে। পেমেন্টের এক গুচ্ছ অপশন আপনি পেয়ে যেতে চলেছেন। ইউপিআই এবং নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে ব্যবহারকারীরা মেট্রো টিকিট কাটতে পারবেন।

৪. সবশেষে একটি বিশেষ কিউআর কোড পাওয়া যাবে। সেই কিউ আর কোড আপাতত ইংরেজি এবং কন্নর ভাষায় উপলব্ধ হলেও খুব শীঘ্রই বাকি ভাষায় উপলব্ধ হবে।

About Author