সাফল্যের সাথে প্রতিটা প্রেক্ষাগৃহে চলছে কারাণ জোহার পরিচালিত ‘রকি অর রানি কি প্রেম কাহিনী’। আপাতত, এই ছবির প্রতিটি গান এখন ট্রেন্ডিং তালিকায় রয়েছে। আর সেই গানগুলোর মধ্যে দর্শকদের সবথেকে বেশি মন ও মেজাজ কেড়েছে ‘হোয়াট ঝুমকা’। পর্দায় অরিজিৎ সিং ও জনিতা গান্ধীর কন্ঠেই শোনা গিয়েছে গানটি। এবার সেই গানের তালেই পর্দার সেই ছোট্ট মুন্নি। ‘হোয়াট ঝুমকা’র তালেই ক্যামেরার সামনে ট্র্যাক স্যুট বদলে লাল ঘাঘড়ায় হাজির হয়েছিলেন তিনি। খোলা চুলে, মানানসই সাজে ও অলংকারে নাচের সিগনেচার স্টেপও দক্ষতার সাথে করতে দেখা গিয়েছিল হর্ষালীকে। এই মুহূর্তে সেই ঝলক ১.৫ মিলিয়নেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। প্রশংসাতেও ভরিয়েছেন নিজের ঝুলি। উল্লেখ্য, হর্ষালী একজন প্রশিক্ষণরত কত্থক নৃত্যশিল্পী। অবশ্য সেই ঝলকও তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই মিলবে।View this post on Instagram
‘হোয়াট ঝুমকা’ গানে ছোট্ট মুন্নির দুর্দান্ত নাচ, এভাবেই বাজতে লাগল করতালি
৮ বছর আগেকার সেই ছোট্ট মুন্নি এখন রূপে-গুণে রীতিমতো টেক্কা দেন বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের। আগের থেকে অনেকটাই বড় হয়ে গিয়েছে সে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট 'বাজরাঙ্গী…

আরও পড়ুন