টেক বার্তা

নতুন লুক নিয়ে হাজির হচ্ছে Bajaj Pulsar NS250, টেক্কা দেবে KTM কেও

পালসার সিরিজের বাইক ব্যাপক জনপ্রিয় তরুণ প্রজন্মের মধ্যে

Advertisement
Advertisement

ভারতে বাজেট মূল্যের বাইকের বাজার আজকাল ব্যাপক চাহিদায় রয়েছে। বেশ কয়েকটি কোম্পানি প্রায় কিছুদিন অন্তর অন্তর বাজেট মূল্যের ব্যাপক বাইক সামনে আনছে। তবে এই মার্কেটে একাধিকত্ব বিস্তার করে রেখেছিল হিরো কোম্পানির একটি বাইক। তবে এই দৌড়ে পিছিয়ে নেই বাজাজ কোম্পানিও। এর পালসার সিরিজের বাইক ব্যাপক জনপ্রিয় তরুণদের মধ্যে। আর Bajaj Pulsar NS250 এই তালিকায় একদম উপরের সারিতে থাকে। সম্প্রতি এই বাইকের আপডেটেড ভার্সন লঞ্চ করছে কোম্পানি। কি কি নতুন ফিচার থাকবে বা পারফরমেন্স কেমন হবে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement
Advertisement

এই বাইকের ইঞ্জিন খুব শক্তিশালী। এর ইঞ্জিন হবে ২৪৮.৭cc সিঙ্গেল সিলিন্ডার DOHC ফুয়েল ইনজেক্টেড লিকুইড কুলড। এই ইঞ্জিন ২৭ Nm টর্ক সহ ৩১ PS শক্তি উৎপন্ন করতে সক্ষম হবে। Bajaj Pulsar NS250 এর ইঞ্জিন একটি ৬ স্পীড ট্রান্সমিশন পেতে চলেছে। এই বাইকের রাইড আরমদায়ক করার জন্য সামনের চাকা ইউএসডি ফর্ক ও পিছনের চাকায় মনশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য এতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। এই বাইকের সর্বোচ্চ গতিবেগ ১৫০-১৬০ কিমি প্রতি ঘণ্টা।

Advertisement

এই বাইকের দাম কত হবে ভাবেছেন? আপনাদের জানিয়ে রাখি যে দারুণ ফিচারের কারণে এই বাইকের দাম একটু বেশি হবে পালসার সিরিজের তুলনায়। এই বাইকের দাম ১.৫ লাখ থেকে ১.৭ লাখের মধ্যে হবে। এই বাইকটি বাজারে লঞ্চ হলে বেশ কয়েকটি বাইক ব্যাপক প্রতিযোগিতার মুখে পড়বে। KTM Duke 250, Yamaha R15 বাইকগুলি প্রতিদ্বন্দ্বিতায় পড়বে এই বাইক লঞ্চ হলে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button