Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Hero ও Apache এর কোমর ভেঙে দিতে বাজারে আসছে Bajaj Pulsar N160, দেখুন শক্তিশালী ফিচার

আপনি কি এই মুহূর্তে একটা দারুণ ফিচার সমৃদ্ধ বাইক কেনার কথা ভাবছেন, কিন্তু হিরো অথবা অ্যাপাচি  কিনতে চাইছেন না? তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন বিকল্প। আপনি যদি হিরো কোম্পানির…

Avatar

আপনি কি এই মুহূর্তে একটা দারুণ ফিচার সমৃদ্ধ বাইক কেনার কথা ভাবছেন, কিন্তু হিরো অথবা অ্যাপাচি  কিনতে চাইছেন না? তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন বিকল্প। আপনি যদি হিরো কোম্পানির অথবা টিভিএস কোম্পানির বাইক কিনতে পছন্দ না করেন, তাহলে বাজাজ আপনার জন্য নিয়ে এসেছে এমন একটি বাইক, যা কিন্তু হিরো এবং অন্যান্য কোম্পানির বাইক কে অনেকটা পিছনে ফেলে দিয়েছে ইতিমধ্যেই। বাজাজের পালসার N160 এরকমই একটি বাইক যেটি কিন্তু দুর্দান্ত বৈশিষ্ট্য এবং শক্তিশালী মাইলেজ সহ ভারতে লঞ্চ হয়েছে। এই বাইকের দামও বাজেটের মধ্যেই এবং বড় বড় কোম্পানির বাইককে টক্কর দিতে পারে এই বাইকটি। চলুন তাহলে এই বাইকের বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন সম্বন্ধে জেনে নেওয়া যাক।

শক্তিশালী ইঞ্জিন এবং মাইলেজ

বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি, বাজাজ কোম্পানির নতুন লঞ্চ হওয়া Bajaj Pulsar N160 বাইকটিতে আপনারা একটি অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন দেখতে পারবেন। এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি ১৫৮.৮৯ সি সি ইঞ্জিন। সঙ্গেই আপনাদের জন্য থাকছে মোট ৬ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। এই বাইকের সামনের চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। পাশাপাশি ডুয়াল চ্যানেল ABS ফিচারটি রয়েছে এই বাইকে। প্রতি লিটার পেট্রোলে মোটামুটি ২৮ থেকে ৩২ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন আপনারা এই বাইকে। ফলে দেখতে গেলে সবদিক থেকেই, এই বাইক হতে চলেছে অত্যন্ত আকর্ষণীয়

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নতুন বৈশিষ্ট্য ও দাম

এই নতুন বাইকে আপনারা পেয়ে যাবেন শক্তিশালী বেশকিছু নতুন ফিচার। এই বাইকে আপনাদের জন্য রয়েছে স্পিডোমিটার, ওডোমিটার এবং ট্রিপমিটার। এছাড়া একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার আপনারা দেখতে পাবেন। এই বাইকে আপনারা ফোন চার্জ করার জন্য মোবাইল চার্জিং পোর্ট পেয়ে যাবেন। টায়ারে পাংচারের সমস্যা থাকবে না। পাশাপাশি আপনারা এই বাইকে একটি ১১.৬ লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন। এই বাইকের এক্স শোরুম মূল্য হতে চলেছে ১ লক্ষ ৫৬ হাজার টাকার কাছাকাছি। আপনি যদি ইএমআই দিয়ে এই বাইক কিনতে চান তাহলে সেই বিকল্প আপনাদের জন্য রয়েছে।

About Author
news-solid আরও পড়ুন