ভারতের দুই চাকার গাড়ির বাজারে নতুন দিশা দেখাল বাজাজ। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল Bajaj Pulsar 125 CNG, যা একদিকে পরিবেশবান্ধব, অন্যদিকে সাশ্রয়ী মাইলেজের জন্য ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এই মোটরবাইকটি একবারে 500 কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম, যা দেশে এখন পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য রেঞ্জ বলে দাবি করা হচ্ছে।
বাজাজ পালসার CNG-এর বিশেষত্ব
এই বাইকে দেওয়া হয়েছে 124.58cc-এর BS6 সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ 9.5 PS পাওয়ার এবং 9.7 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর সঙ্গে রয়েছে ফাইভ-স্পিড ট্রান্সমিশন। ফলে বাইকটি শহরের রাস্তায় হোক বা হাইওয়েতে, স্মুথ ড্রাইভিং অভিজ্ঞতা দেওয়ার মতো ক্ষমতা রাখে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowরেঞ্জ ও মাইলেজ
সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর রেঞ্জ। একদিকে পেট্রোলে প্রায় 250 কিলোমিটার, অন্যদিকে CNG-তে প্রায় 250 কিলোমিটার, ফলে মোট 500 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করা সম্ভব। পেট্রোল মোডে ১ লিটারে 100 কিলোমিটারেরও বেশি মাইলেজ পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে। এর টপ স্পিড ঘণ্টায় 120 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
ফিচার ও সেফটি
বাইকটিতে দেওয়া হয়েছে আধুনিক ফিচার যেমন USB চার্জিং পোর্ট, মোবাইল কনেক্টিভিটি সিস্টেম এবং উন্নত সেফটি ফিচার। ফলে তরুণ প্রজন্ম থেকে শুরু করে অফিস যাত্রী—সবাইয়ের জন্যই এটি একটি কার্যকর বিকল্প হতে পারে।
দাম ও অফার
ভারতীয় বাজারে শুরু হচ্ছে 1,10,000 টাকা (এক্স-শোরুম) থেকে। এর সঙ্গে থাকছে প্রায় 5000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। ফলে কম খরচে বেশি মাইলেজ খুঁজছেন এমন বাইকপ্রেমীদের কাছে এটি ইতিমধ্যেই অন্যতম জনপ্রিয় বিকল্প হয়ে উঠছে।