Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bajaj platina 100: মাত্র ১০,০০০ টাকায় কিনে নিন বাজাজ কোম্পানির এই দারুন মাইলেজযুক্ত বাইক, পাবেন দুর্দান্ত সব ফিচার

ভারতীয় বাজারে বেশ অনেকগুলি বাইক রয়েছে যেগুলো কিন্তু সাধারণ মানুষকে বেশ সাশ্রয়ী মূল্যে উচ্চ মাইলেজ দিয়ে থাকে। আপনিও যদি দীর্ঘদিন ধরে ভালো মাইলেজ এবং কমদামের মধ্যে একটা বাইক কেনার পরিকল্পনা…

Avatar

ভারতীয় বাজারে বেশ অনেকগুলি বাইক রয়েছে যেগুলো কিন্তু সাধারণ মানুষকে বেশ সাশ্রয়ী মূল্যে উচ্চ মাইলেজ দিয়ে থাকে। আপনিও যদি দীর্ঘদিন ধরে ভালো মাইলেজ এবং কমদামের মধ্যে একটা বাইক কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। ভারতের বাজারে, এখন এমন একটা বাইক রয়েছে যেটা কিন্তু আপনাকে খুব কম দামের মধ্যে প্রচুর ফিচার এবং ভালো মাইলেজ দিতে সক্ষম। এই বাইকটি হল বাজাজ কোম্পানির অত্যন্ত জনপ্রিয় বাইক বাজাজ প্লাটিনা ১০০। এই বাইকটি এখন আপনারা মাত্র ২০০০ টাকার ইএমআই দিয়ে কিনে ফেলতে পারবেন। আজ আমরা আপনাকে এই অফার এর ব্যাপারেই বিস্তারিত জানাতে চলেছি।

অন-রোড মূল্য এবং ইএমআই

আমরা যদি দিল্লিতে Bajaj Platina 100-এর অন-রোড দামের কথা বলি, তাহলে তা প্রায় ৮৩ হাজার টাকা। আপনি যদি ১০ হাজার টাকা ডাউন পেমেন্ট করে এই বাইকটি কিনেন, তাহলে আপনার লোন হবে ৭৩ হাজার টাকা। এছাড়াও, আপনার মোট ঋণের পরিমাণ যাই হোক না কেন, আপনাকে ৯.৭ শতাংশ সুদের হারে ৩ বছরের জন্য প্রতি মাসে ২,৩০০ টাকার ইএমআই দিতে হবে। তবে, এই দাম কিন্তু শহর ও ডিলারশিপের ভিত্তিতে আলাদা হয়ে যেতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাজাজ প্লাটিনা পাওয়ারট্রেন এবং বৈশিষ্ট্য

কোম্পানি Bajaj Platina 100 এ ১০২ cc ইঞ্জিন দিয়েছে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৭.৯ PS শক্তি সহ ৮.৩ Nm এর পিক টর্ক জেনারেট করে। এছাড়াও এই বাইকটির ওজন প্রায় ১১৭ কেজি। এই বাইকটিতে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এছাড়াও, এটিতে ১১ লিটারের একটি জ্বালানী ট্যাঙ্ক রয়েছে। এছাড়াও, বাইকটি ডিআরএল, স্পিডোমিটার, ফুয়েল গেজ, টেকোমিটার, অ্যান্টি-স্কিড ব্রেকিং সিস্টেম এবং ২০০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পায়।

দাম কত?

Bajaj Platina 100 এর প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য ৬৮ হাজার টাকা। বাজারে, এই বাইকটি হোন্ডা শাইন, টিভিএস স্পোর্টস এবং হিরো স্প্লেন্ডার প্লাসের মতো বাইকের সাথে সরাসরি প্রতিযোগিতা দেয়। একই সাথে এটি দেশের অন্যতম সেরা মাইলেজ বাইকও বটে।

About Author