Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ১১ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন Bajaj Pulsar N150, থাকবে ধামাকাদর ফিচার

Bajaj Pulsar N150 বাজারে এসেছে, যা ১৫০ সিসি সেগমেন্টে Bajaj-এর একমাত্র অপশন। Bajaj Auto-র টু-হুইলার বিভাগ দেশ-বিদেশে বেশ জনপ্রিয়। Bajaj-এর নতুন Pulsar মোটরসাইকেলে ৩ টি আকর্ষণীয় রঙের অপশন দেখা যাবে।…

Avatar

Bajaj Pulsar N150 বাজারে এসেছে, যা ১৫০ সিসি সেগমেন্টে Bajaj-এর একমাত্র অপশন। Bajaj Auto-র টু-হুইলার বিভাগ দেশ-বিদেশে বেশ জনপ্রিয়। Bajaj-এর নতুন Pulsar মোটরসাইকেলে ৩ টি আকর্ষণীয় রঙের অপশন দেখা যাবে। সেগুলি হল Ebony Black, Racing Red এবং Metallic Pearl White। পুরনো Pulsar-এর তুলনায়, এই বাইকটি বাজারে এসেছে আরও আকর্ষণীয় গ্রাফিক্স নিয়ে।এই বাইক ব্যাপক জনপ্রিয় তরুণদের মধ্যে। এই বাইক যদি আপনি কিনতে চান, তাহলে এই নতুন বছরে ব্যাপক অফার পেতে পারেন। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Bajaj N150 Pulsar-এর ডিজাইন P150-এর সাথে বেশ মিল, তবে বাকি Pulsar-এর তুলনায় এর ডিজাইন আরও শার্প। LED লাইট এবং একটি বড় পেট্রোল ট্যাঙ্ক সহ এই বাইকটি বেশ স্পোর্টি লুক ধারণ করে। অন্যান্য মডেলের তুলনায় এটি প্রিমিয়াম লুকও প্রদান করে। P150-এর মতো এতেও ১৪৯.৬৮ সিসি ইঞ্জিন দেখা যাবে। এই ইঞ্জিন এয়ার-কুলড, সিঙ্গেল সিলিন্ডার, ৫ স্পীড গিয়ারবক্সসহ আসে। এই। ইঞ্জিন ১৪.৩bhp শক্তি এবং ১৩.৫nm টর্ক উৎপন্ন করার ক্ষমতা রাখে। কোম্পানি জানিয়েছে N150 Pulsar-এর মাইলেজ ৪৫-৫০ কিলোমিটার প্রতি লিটার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

P150-এর তুলনায় N150-এর দাম বেশি। এর এক্স-শোরুম দাম প্রায় ১ লক্ষ ১৭ হাজার টাকা। কিন্তু আপনার এত বাজেট না থাকলে চিন্তার কিছু নেই। আপনি এই বাইক সহজ কিস্তিতে পাবেন। মাত্র ১১ হাজার টাকা ডাউন পেমেন্ট করে সহজ কিস্তিতে এই বাইক আপনার করে নিতে পারেন। আপনি যদি চান, ১১ হাজারের বেশি বা নগদ কিস্তিতেও কিনতে পারেন। এতে আপনার কিস্তির হার কম হবে।

About Author