কখনও পেট্রোলচালিত স্কুটারের দুনিয়ায় রাজত্ব করেছিল বাজাজ চেতক। এবার সেই জনপ্রিয় নাম ফিরল নতুন রূপে— ইলেকট্রিক অবতারে। আধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব টেকনোলজি এবং স্মার্ট ফিচারসের সমন্বয়ে Bajaj Chetak Electric বাজারে হাজির হয়েছে। পুরনো দিনের রেট্রো লুক বজায় রেখেই নতুনত্বের ছোঁয়া মিলছে এই মডেলে।
ডিজাইন
বাজাজ চেতকের ডিজাইনে রেট্রো ও আধুনিকতার এক অনন্য মেলবন্ধন ঘটেছে। গোল হেডলাইট, প্রিমিয়াম মেটাল বডি এবং আকর্ষণীয় কালার অপশন এই স্কুটারকে আলাদা করে তুলেছে। ডিজাইনটি একদিকে যেখানে যুবসমাজকে টানছে, অন্যদিকে ফ্যামিলি ইউজারদের কাছেও সমান জনপ্রিয় হয়ে উঠছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowরেঞ্জ ও পারফরম্যান্স
ইলেকট্রিক মোটরের কারণে স্কুটারটি স্মুথ ও নীরব রাইডিং অভিজ্ঞতা দেয়। কোম্পানির দাবি, একবার চার্জে ৯০ থেকে ১০৮ কিমি পর্যন্ত রেঞ্জ পাওয়া সম্ভব। এর টপ স্পিড ৬০ থেকে ৭০ কিমি/ঘণ্টা, যা শহরের ব্যস্ত রাস্তায় চলাচলের জন্য যথেষ্ট।
ব্যাটারি ও চার্জিং
চেতকে থাকছে লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা ফুল চার্জ হতে প্রায় ৫ ঘণ্টা সময় নেয়। তবে ফাস্ট চার্জিং মোড ব্যবহার করলে মাত্র ১ ঘণ্টায় ২৫% পর্যন্ত চার্জ করা যায়। দীর্ঘস্থায়ী পারফরম্যান্স এবং নিরাপত্তার জন্য এতে অ্যাডভান্সড ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে।
ফিচারস
স্কুটারটিতে একাধিক আধুনিক ফিচার অন্তর্ভুক্ত হয়েছে। ডিজিটাল কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, মোবাইল অ্যাপ সাপোর্ট ও নেভিগেশন ছাড়াও থাকছে জিও-ফেন্সিং এবং অ্যান্টি-থেফ্ট সিস্টেম। ফলে নিরাপত্তা ও স্মার্ট ইউজার এক্সপেরিয়েন্স দু’দিকেই সমৃদ্ধ হয়েছে বাজাজ চেতক।
দাম
ভারতীয় বাজারে বাজাজ চেতক ইলেকট্রিকের দাম রাখা হয়েছে প্রায় ১.২ লক্ষ থেকে ১.৫ লক্ষ (এক্স-শোরুম)। দাম কিছুটা প্রিমিয়াম হলেও এর উন্নত ফিচার, রেঞ্জ এবং কোয়ালিটি গ্রাহকদের কাছে এটিকে একটি শক্তিশালী বিকল্প করে তুলেছে।