ভারতের ইলেকট্রিক স্কুটার মার্কেটে হইচই ফেলে দিয়েছে Bajaj Chetak Electric। ২০২৫ সালের শুরুতে এই স্কুটার দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ই-স্কুটার হিসেবে জায়গা করে নিয়েছে। দিন দিন বেড়ে চলেছে এর জনপ্রিয়তা। আধুনিক ফিচার, শক্তিশালী ব্যাটারি আর সাশ্রয়ী দামে নতুন মডেল বাজারে আনায় গ্রাহকদের নজর কাড়তে সক্ষম হয়েছে বাজাজ।
নতুন ভ্যারিয়েন্ট: Bajaj Chetak 3503
সম্প্রতি বাজাজ লঞ্চ করেছে তাদের নতুন ভ্যারিয়েন্ট Bajaj Chetak 3503। কোম্পানির দাবি, একবার চার্জে এই স্কুটার চলবে সর্বোচ্চ ১৫১ কিলোমিটার। সর্বোচ্চ গতি পাওয়া যাবে ঘণ্টায় ৭০ কিলোমিটার। শহরের দৈনন্দিন যাতায়াতের জন্য এটিকে আদর্শ বলে মনে করা হচ্ছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowব্যাটারি ও চার্জিং টাইম
এই ভ্যারিয়েন্টে রয়েছে ৩.৫kWh ক্ষমতাসম্পন্ন ফিক্সড লিথিয়াম-আয়ন ব্যাটারি। রিপোর্ট অনুযায়ী,
শূন্য থেকে ৮০% চার্জ হতে সময় লাগবে প্রায় ৩ ঘণ্টা।
সম্পূর্ণ ১০০% চার্জ হতে লাগবে প্রায় ৩ ঘণ্টা ২৫ মিনিট।
ফলে ব্যবহারকারীরা খুব অল্প সময়ে দ্রুত চার্জ করে নিতে পারবেন। একবার চার্জ করলে ১৫১ কিমি অবধি যাত্রা সম্ভব হবে বলে জানানো হয়েছে।
পারফরম্যান্স ও স্পিড
Bajaj Chetak 3503-এ ব্যবহার করা হয়েছে শক্তিশালী BLDC মোটর।
সর্বোচ্চ ৪.২kW পাওয়ার ও ২০Nm টর্ক উৎপন্ন করতে পারে এটি।
মাত্র ৩ সেকেন্ডে ৪০ কিমি/ঘণ্টা স্পিডে পৌঁছে যায় স্কুটারটি।
টপ স্পিড ধরা হয়েছে ৭০ কিমি/ঘণ্টা।
এত দ্রুত গতি তোলার ক্ষমতা এই স্কুটারকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
আধুনিক ফিচার
নতুন ভ্যারিয়েন্টে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি ও স্মার্ট ফিচার।
ফুল কালার TFT টাচস্ক্রিন
Bluetooth ও App Connectivity
মিউজিক কন্ট্রোল ও কল/SMS অ্যালার্ট
রিভার্স মোড
অ্যান্টি-থিফ অ্যালার্ম সিস্টেম
Keyless Entry
শক্তপোক্ত বডি ও উন্নত ডিজাইনের কারণে গ্রাহকরা একে দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য নির্ভরযোগ্য মনে করছেন।
দাম ও অফার
কোম্পানি জানিয়েছে, Bajaj Chetak Electric-এর উপর পাওয়া যাচ্ছে বিশেষ সুবিধা।
২২,০০০ সাবসিডি
২০,০০০ পর্যন্ত সরাসরি ডিসকাউন্ট
ফলে নতুন ভ্যারিয়েন্টটি কেনা যাবে মাত্র ৯৯,০০০ টাকায়। এছাড়া ক্রেডিট কার্ডে ক্রয় করলে মিলবে ৫% পর্যন্ত ক্যাশব্যাক। এই দামে এত ফিচার ও রেঞ্জের ই-স্কুটার বাজারে খুব কমই পাওয়া যায়।