Today Trending Newsনিউজরাজ্য

ত্রাণ সামগ্রী নিয়ে বিক্ষোভ, জনতার রোষের মুখে পরে মাথা ফাটল ওসির

×
Advertisement

উত্তর ২৪ পরগণার বাদুড়িয়াতে বুধবার সকালে পুলিশ আধিকারিকদের সাথে সাধারণ মানুষের লড়াই বাঁধে। ত্রাণের সামগ্রীর দাবিতে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ তুলতে গেলে পুলিশ আধিকারিকদের মারধর করা হয়। এমনকি একজন ওসির মাথা ও ফেটে যায়। এছাড়া আরও ৪ জন পুলিশকর্মী ও জখম হন। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেন পুলিশরা। এমনকি ব়্যাফ ও নামানো হয়।

Advertisements
Advertisement

উত্তর ২৪ পরগনার বসিরহাট, হাসনাবাদ ও অন্যান্য এলাকাগুলিতে লকডাউন জারি হবার পর থেকেই ত্রাণ সামগ্রীকে কেন্দ্র করে একটার পর একটা অভিযোগ আসতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা বিভিন্ন অভিযোগ করেন। রাস্তা আটকে তারা বিক্ষোভ ও দেখান। কেউ বলেন যে রেশন সামগ্রী কারচুপি হচ্ছে তো কারোর অভিযোগ তারা ত্রাণ সামগ্রী ঠিকমতো পাচ্ছেন না।

Advertisements

Advertisements
Advertisement

সূত্রের খবর অনুযায়ী আজ সকালে বিক্ষোভ মারাত্মক আকার ধারণ করে। থালা হাতে নিয়ে স্থানীয়রা রাস্তায় নামে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছাতেই স্থানীয় বিক্ষোভকারীরা পুলিশদের উপর চড়াও হয়। পুলিশ আধিকারিকদের ব্যাপক মারধর করা হয়। একজন ওসির মাথাও ফাটিয়ে দেওয়া হয়। এছাড়া আরও ৪ জন পুলিশকর্মী গুরুতর জখম হন বলে জানা গেছে। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জনিত পুলিশ লাঠিচার্জ করেন। বেশ কয়েকজনকে গ্রেফতার ও করা হয়েছে। পুলিশের তরফ থেকে এই পুরো বিষয়টিকে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

Related Articles

Back to top button