কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের একটি অন্যতম জনপ্রিয় দল। বলিউড কিং শাহরুখ খানের দল। দু‘বারের আইপিএল চ্যাম্পিয়নও এই দল। কিন্তু সম্প্রতি ১৭ হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে এই ফ্রাঞ্চাইজির। রোজভ্যালি মামলায় এনফোর্স ডিরেক্টরেটের প্রশ্নের মুখে পড়তে হয়েছে কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোরকে।
তাঁকে আর্থিক ঘোটালায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷ সংস্থাটি কলকাতা অফিসে মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ) এর আওতায় তার বয়ান রেকর্ড করেছে। রেড চিলিজের সঙ্গেও যুক্ত রয়েছেন বেঙ্কি মাইসোর ৷
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowউল্লেখ্য, রোজ ভ্যালির মালিক গৌতম কুণ্ডুর সঙ্গে নাইট রাইডার্সের চুক্তি হয়েছিল।এবং সেই চুক্তি অনুযায়ী বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালি আইপিএলে দু’বছর কেকেআরের প্রধান স্পনসর ছিল। তবে ২০১৪ সালে আইপিএলের সপ্তম সংস্করণের সময় এই স্পনসরশিপ বন্ধ হয়।