আরও বড় ধাক্কা JIO গ্রাহকদের! এবার কি করবেন গ্রাহকরা

Advertisement

Advertisement

এতদিন ঘন্টার পর ঘন্টা নিশ্চিন্তে কথা বলে গিয়েছেন জিও গ্রাহকরা। কিন্তু সেই সুখের দিন আর নেই। মাসের শুরুতেই এসেছিল ধাক্কা। মিনিটে ৬ পয়সার বিনিময়ে কথা বলতে হবে অন্য নেটওয়ার্কে। এবার আরও একটি ধাক্কা দিয়ে মহার্ঘ্য হলো জিও। এতদিন বাজারে যে ১৯ ও ৫২ টাকার সস্তার জিও প্ল্যান বাজারে চালু ছিল, তা হঠাৎই তুলে জিও কর্তৃপক্ষ।

Advertisement

১৯ টাকার স্যাশে প্যাকে ১ দিন ও ৫২ টাকার স্যাশে প্যাকে ৭ জিও-র পরিষেবা উপভোগ করতে পারতেন গ্রাহকরা। বাজার থেকে এই দুটি প্যাক তুলে নেওয়ায় জিও-র ন্যূনতম প্যাক হলো ৯৮ টাকা। এটি কম্বো প্যাক, যা ব্যবহার করা যাবে ২৮ দিন পর্যন্ত।

Advertisement

২০১৮ সালে চালু হওয়া ১৯ টাকার জিও প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, ১৫০ এমবি ফোরজি ডাটা ও ২০ টাকা এসএমএস ১ দিনের জন্য এবং ৫২ টাকার জিও প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, ১.৫ জিবি ডাটা ও ৭০ টি এসএমএস ৭ দিনের জন্য উপভোগ করতে পারতেন গ্রাহকরা।

Advertisement

Recent Posts