Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অজয় দেবগনের স্ত্রী কাজলকে নিয়ে এল দুঃসংবাদ, জীবন থেকে পরাজয় মেনে নিয়ে এমন পদক্ষেপ নিলেন কাজল

এই ডিজিট্যাল যুগে সবচেয়ে ধারালো অস্ত্র হল ইন্টারনেট। এই অদৃশ্য শক্তির সঙ্গে মানুষ তার সবরকম মনের ইচ্ছা পূরণ করতে পারেন। তাই, সোশ্যাল মিডিয়ার সঙ্গে প্রায় সকল মানুষেরই কোনো না কোনো…

Avatar

এই ডিজিট্যাল যুগে সবচেয়ে ধারালো অস্ত্র হল ইন্টারনেট। এই অদৃশ্য শক্তির সঙ্গে মানুষ তার সবরকম মনের ইচ্ছা পূরণ করতে পারেন। তাই, সোশ্যাল মিডিয়ার সঙ্গে প্রায় সকল মানুষেরই কোনো না কোনো যোগাযোগ রয়েছে। বিশেষত, যারা সেলিব্রিটি, তারা যদি বছরে একটা সিনেমাও করেন তো সোশ্যাল মিডিয়ায় ৩৬৫ দিন বিরাজ করেন। এদিকে বলিউডের অন্যতম সুপরিচিত অভিনেত্রী কাজল আচমকা সোশ্যাল মিডিয়াকে গুডবাই জানালেন।

ভক্তদের চিন্তা বাড়িয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, “জীবনের কঠিনতম পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি।” এরপর থেকেই উদ্বেগে ছিলেন তাঁর অনুরাগীরা। অভিনেত্রীর জীবনে সব ঠিক আছে কিনা সেই নিয়ে জল্পনা শুরু হয় নেটদুনিয়ায়। অনেকেই ভাবতে শুরু করেন যে তার স্বামী অথবা মেয়ের সঙ্গে কোনো বিশেষ সমস্যার মধ্যে রয়েছেন তাই এমন সিদ্ধান্ত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কাজল কিন্তু খুবই দুষ্টু। আর তার দুষ্টুমি দিয়ে ভক্তদের দুর্দান্ত ভাবে বোকা বানালেন পরের দিনই। সন্ধে গড়াতেই ফের সোশ্যাল মিডিয়ায় নতুন অবতারে হাজির হন। আর এটা তাঁর ভক্তরা একেবারেই ভালো ভাবে মেনে নেননি। কেউ কেউ লেখেন, ‘‘এর পর আপনি সত্যি বললেও কেউ বিশ্বাস করবে না।’’ কেউ লেখেন, ‘‘এমন প্রচার কৌশল বড্ড বিরক্তিকর’’।

এবার আসা যাক কাজলের প্রত্যাবর্তন হওয়ার আসল ঘটনায়। অজয় দেবগনের সঙ্গে বিয়ের পর কাজল তার মুভির সংখ্যা অনেকটা কমিয়ে দেন। বেশ কিছু বছর ধরে কাজল খুব কম সখ্যক প্রজেক্টে কাজ করেছেন। তবে, আগামী দিনে কাজলকে দুটি নতুন প্রজেক্ট দেখা যাবে। একটি হল ‘লাস্ট স্টোরিজ ২’ সিরিজে, অন্যটি হল – ওয়েব সিরিজ় ‘দ্য ট্রায়ালের- পেয়ার, খুন, ধোঁকা’ তে। দুটি সিরিজে জমিয়ে কাজ করছেন তিনি। এবার প্রচারের পালা। তাই নেট দুনিয়া থেকে বিদায় নেওয়ার ছল করে প্রচার সারলেন অভিনেত্রী, অন্তত এমনটাই মনে করছেন দর্শকরা। এদিন কাজল তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন, ‘‘পরীক্ষা যত কঠিন হবে, তত শক্তিশালী হয়ে তুমি ফিরবে!’’ উল্লেখ্য, জনপ্রিয় ওয়েব শো ‘দ্য গুড ওয়াইফ’-এর হিন্দি রিমেক হল দ্য ট্রায়ালের- পেয়ার, খুন, ধোঁকা’ । এখানে কাজল একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন।

About Author