Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কালী পুজোতে আকাশ কেমন থাকবে? তা জেনে নিন

এবছর পূজার মরশুমে বৃষ্টি এক বিশাল বড়ো অভিশাপ। দূর্গাপূজা, লক্ষ্মীপুজা পুরোটাই মাটি করে দিল বৃষ্টি। এবার কালীপুজোতেও অভিশাপ হয়ে নেমে আসবে বৃষ্টি। ২৭ শে অক্টোবর, রবিবার কালীপুজা। কিন্তু কালীপুজার আমেজকেও…

Avatar

এবছর পূজার মরশুমে বৃষ্টি এক বিশাল বড়ো অভিশাপ। দূর্গাপূজা, লক্ষ্মীপুজা পুরোটাই মাটি করে দিল বৃষ্টি। এবার কালীপুজোতেও অভিশাপ হয়ে নেমে আসবে বৃষ্টি।২৭ শে অক্টোবর, রবিবার কালীপুজা। কিন্তু কালীপুজার আমেজকেও ডুবিয়ে দেবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের মতে আগামী ২৪ ঘন্টায় দক্ষিনবঙ্গে ৬ টি জেলায় বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এমনকি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ও বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল সোমবার, পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হয়েছিল। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি এমনটাই আশঙ্কা করেছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্বালী হাওয়ার জেরে বৃষ্টি হবে। যেহেতু বৃষ্টি হবে তাই শীতের মরশুম আসতে একটু দেরী হবে বলে মনে করা যাচ্ছে।
About Author