Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চুল কাটতে গিয়ে ‘টুম্পা সোনা’ গানে নাচ ছোট্ট খুদের, তুমুল ভাইরাল ভিডিও

চুল কাটতে গিয়ে আজ অবধি কোনো একরত্তি নাচ করেছে বলে জানা যায়নি। কিছুদিন আগেও এক খুদের ভিডিও ভাইরাল হয়েছিল যে চুল কাটার বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছিল, ‘আরে কেয়া কর রহে…

Avatar

চুল কাটতে গিয়ে আজ অবধি কোনো একরত্তি নাচ করেছে বলে জানা যায়নি। কিছুদিন আগেও এক খুদের ভিডিও ভাইরাল হয়েছিল যে চুল কাটার বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছিল, ‘আরে কেয়া কর রহে হো!’ এমনকি শৈশবে প্রতিবার নাপিতের সেলুনে গিয়ে ‘বাচ্চা পার্টি’র মনে হয়, এই পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর লোক হলো নাপিত। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে চুল কাটার সময় সবাইকে অবাক করে দিয়ে ‘টুম্পা’ নাচ শুরু করলো একরত্তি খুদে।

পাড়ার সেলুনে চুল কাটতে গিয়েছিল পুঁচকে। সেলুনে সকলের মনোরঞ্জনের জন্য বাজানো হচ্ছিল ‘টুম্পা’। পুঁচকে এমনিতে শান্তভাবেই চেয়ারের উপর রাখা পিঁড়িতে বসে নিজের চুল সঁপে দিয়েছিল নাপিতকাকুর হাতে। কিন্তু মা তো সবসময় পুঁচকের ব্যাপারে অবিশ্বাসী। তাই তিনি এসে ধরলেন পুঁচকে-কে। বলা তো যায় না, যদি নেমে ভাগলবা হয়ে যায় একরত্তি। নাপিতকাকু তাঁর ধারালো কাঁচি নিয়ে অত্যন্ত মনোযোগ সহকারে চুল কাটতে ব্যস্ত। ওদিকে তখন বেজে উঠেছে ‘টুম্পা’। ব‍্যস, আর যায় কোথায়। খুদে নেচে উঠল ‘টুম্পা’ গানের সাথে। নাপিতকাকু যত বলেন চুপ করে বসতে, খুদের নাচ তত বাড়ে। সেলুনের বাকি খরিদ্দাররা তখন হাসতে শুরু করেছেন। তাদের মধ্যেই একজন খুদের ভিডিও করে শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। খুদের ভিডিও নেটিজেনদের খুব পছন্দ করলেও খুদের চুলের দশ আনা ছয় আনা ছাঁট তার মায়ের পছন্দ হয়েছে কিনা তা জানা যায়নি। আপাতত খুদে সোশ্যাল মিডিয়ায় ‘টুইঙ্কল স্টার’ হয়ে গেছে ‘টুম্পা’ নেচে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিছুদিন আগে আরব দে চৌধুরী ও অভিষেক সাহা নির্মিত ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’-এর গান ‘টুম্পা সোনা, দু’টো হাম্পি দে না’ জনপ্রিয় হয়েছিল। কিন্তু আরজে সায়নের তৈরী করা ‘টুম্পা’ মিউজিক ভিডিওটি লঞ্চ হওয়ার পর থেকেই গানটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বর্তমানে সমস্ত জায়গায় বাজছে ‘টুম্পা’। এমনকি কিছুদিন আগে টলিতারকা অনির্বাণ ভট্টাচার্য-এর বিয়ের রিসেপশনেও ‘টুম্পা’র সঙ্গে নেচে ভাইরাল হয়েছেন অনির্বাণ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা রুদ্রনীল ঘোষ।

About Author