Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অভিষেকের ভুল মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে খোঁচা বাবুল সুপ্রিয়র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝেই বিজেপিকে নিশানা করে নানা মন্তব্য করে থাকেন। কিন্তু এদিন তার করা মন্তব্যকেই হাতিয়ার করে এক হাত নিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। প্রসঙ্গত,…

Avatar

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝেই বিজেপিকে নিশানা করে নানা মন্তব্য করে থাকেন। কিন্তু এদিন তার করা মন্তব্যকেই হাতিয়ার করে এক হাত নিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। প্রসঙ্গত, মহালয়া উপলক্ষে একটি ভিডিও বার্তা দেন অভিষেক। সেখানে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয় হবে বাংলার।”

আর এই ভিডিওতে অভিষেকের করা মন্তব্য নিয়ে এদিন কটাক্ষ করেন গায়ক তথা বিজেপি সাংসদ। অভিষেকের ওই ভিডিও বার্তার একটি বিশেষ অংশ ট্যুইট করে বাবুল লেখেন, “মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে গেছে ‘অমানবিক মুখ্যমন্ত্রী’। ”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

https://twitter.com/SuPriyoBabul/status/1306909153617563648?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1306909153617563648%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fbengali.abplive.com%2Fnews%2Fbabul-supriyo-attacks-tmc-over-nephew-abhisheks-inhuman-cm-remark-says-truth-out-finally-739281

বাবুল সুপ্রিয় আরো জানান “আমি একটুও আশ্চর্য নই যে এটা পোস্ট করা ভিডিওতে রয়ে গেছে কারণ যারা এটা শুট করেছে তারাও “অমানবিক মুখ্যমন্ত্রী” দিদির অমানবিক তৃণমূলী দুষ্কর্মে এতটাই যুক্ত যে ভুল করে অমানবিক ‘বেরিয়ে’ যাওয়া এই সত্যটিও তাঁরা ধরতেই পারেনি।”

About Author