Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দিদি সিলেক্টিভ অ্যামনেসিয়াতে ভুগছেন, দুর্গাপুরে ভোট প্রচারে গিয়ে ঘোষণা বাবুলের

সোমবার দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই এর হয়ে রোড শো করলেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। বাবুল এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কটাক্ষ্য করে বললেন, দিদি সিলেক্টিভ অ্যামনেসিয়াতে…

Avatar

By

সোমবার দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই এর হয়ে রোড শো করলেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। বাবুল এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কটাক্ষ্য করে বললেন, দিদি সিলেক্টিভ অ্যামনেসিয়াতে ভুগছেন। পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনের সন্ত্রাসের প্রসঙ্গ তুলে মমতাকে বিধলেন বাবুল সুপ্রিয়। বহিরাগতদের নিয়ে এলাকায় ভোট করানোর চেষ্টা করছে বিজেপি, এই অভিযোগ প্রথম থেকেই করে আসছেন তৃণমূল কংগ্রেস। এদিন সেই অভিযোগে পাল্টা জবাব দিলেন বাবুল সুপ্রিয়।

বাবুল বললেন, “তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত ভোটে, লোকসভা তে, বিধান সভাতে কি করেছিল? যদি কোনভাবে মনে হয় অ্যামনেসিয়াতে ভুগছেন। সেটা আবার সাধারণ কোনো অ্যামনেসিয়া না, একেবারে সিলেক্টিভ অ্যামনেসিয়া। বহিরাগতদের জড়ো করা হচ্ছে বলে, তৃণমূল যেটা বলছে আসলে সেটা তাদের টেনশনের মাঝে কমিক রিলিফ দিচ্ছে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাবুল আরো বললেন, “প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে আমাদের বিধায়ক থাকবেন। যারা একেবারে তৃণমূল স্তরে কাজ করবেন, যেটা দিয়ে আটকে দিতেন।” এই মিছিলে প্রবল জনসমাগম দেখে বাবুল সুপ্রিয় অত্যন্ত আপ্লুত। সংবাদমাধ্যমে প্রশ্নে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা করলেন বাবুল সুপ্রিয়। বাবুল বললেন, “নিম্ন রুচির কথা যদি বাংলার মুখ্যমন্ত্রী বলেন তবে বাংলার মতো সংস্কৃতি প্রবন একটা রাজ্যে ওনার মুখ্যমন্ত্রী হওয়ার কোনো অধিকার নেই। ওনার সাথে পায়ের ব্যাথাটা সেরে যায়, এবং তিনি যাতে হেঁটে রাজভবনে পদত্যাগ নিতে পারেন আমরা সে কথা বলছি।”

About Author