Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অটোভাড়া করে বিমানবন্দর গেলেন বাবুল সুপ্রিয়! দেখুন ভিডিও

মুম্বাই হোক বা কলকাতা, শহরের ট্রাফিক জ্যামে আটকে থেকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হওয়ার ঘটনা আমরা সকলেই অল্প বিস্তর জানি। আর এই মুম্বইয়ের জ্যাম এ আটকে থাকলেন কেন্দ্রীয় মন্ত্রী…

Avatar

মুম্বাই হোক বা কলকাতা, শহরের ট্রাফিক জ্যামে আটকে থেকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হওয়ার ঘটনা আমরা সকলেই অল্প বিস্তর জানি। আর এই মুম্বইয়ের জ্যাম এ আটকে থাকলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

আজ মুম্বাই বিমানবন্দর যাওয়ার পথে ছিল বিশাল জ্যাম। ওই জ্যামেই আটকে রয়ে গেলো বাবুল সুপ্রিয়ের সরকারি গাড়ি। তাই অগত্যা কোনো উপায় না পেয়ে উঠে পড়েন অটোরিকশাতে, আর তাতেই করে তিনি সময়মতো পৌঁছে যান বিমানবন্দরে। অটো যাত্রায় তিনি এতটাই মুগ্ধ হোন যে তার মোবাইলে একটি ভিডিও শুট করে তিনি টুইটারে পোস্ট করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ওই ভিডিওটিতে বাবুল জানান, “এই অটো যাত্রা আমাকে অতীতের কথা মনে করিয়ে দিচ্ছে। এই শহরটিতে আমি যখন লড়াই করছি, অটোতে বেশ কয়েকবার চড়েছি। খুব খুব নস্টালজিক অনুভূতি এবং দরুন লাগছে আমার।” তিনি যে ভিডিওটি শেয়ার করেছেন তার শিরোনামে লেখেন “মেরি রিকশা সবসে নিরালি। আমি অবশ্যই সময়ের আগে বিমানবন্দরে পৌঁছে যাব।”

About Author