Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আয়ুর্বেদিক ওষুধেই করোনা প্রতিরোধ হবে, চাঞ্চল্যকর দাবি বাবা রামদেবের

মারণ ভাইরাস করোনার ওষুধ আবিষ্কার করার চেষ্টা চালাচ্ছে গোটা বিশ্ব। ভারত ও গবেষণা চালাচ্ছে। তবে শুধু গবেষণাই নয়, ভারত জোর দিয়েছে আয়ুর্বেদিক ও ভেষজের উপরেও। আয়ুশ মন্ত্রক অশ্বগন্ধা, গুলঞ্চ এগুলো…

Avatar

মারণ ভাইরাস করোনার ওষুধ আবিষ্কার করার চেষ্টা চালাচ্ছে গোটা বিশ্ব। ভারত ও গবেষণা চালাচ্ছে। তবে শুধু গবেষণাই নয়, ভারত জোর দিয়েছে আয়ুর্বেদিক ও ভেষজের উপরেও। আয়ুশ মন্ত্রক অশ্বগন্ধা, গুলঞ্চ এগুলো নিয়ে ট্রায়াল রান শুরু করা হয়েছে। এই দুই ভেষজের ছাড়পত্র দিয়েছেন বাবা রামদেব। পতঞ্জলির কর্ণধার বাবা রামদেব বলেছেন যে এই দুই ভেষজের সম্পূর্ণভাবে করোনা নির্মূল করতে পারবে।

যেভাবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তা খুব ভাবাচ্ছে বিজ্ঞানীদের। তাই কেন্দ্রীয় সরকার এবার গবেষণার পাশাপাশি ভেষজের দিকেও বিশেষ নজর দিয়েছে। দিল্লির IIT এবং জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির মধ্যে যৌথ গবেষণা চলছে। আর সেখানেই এই অশ্বগন্ধা ও গুলঞ্চ যে করোনার বিরুদ্ধে লড়াই করতে পারবে তা প্রমাণিত হয়েছে। গবেষকরা এই ক্ষেত্রে এটাও আবিষ্কার করেছেন যে অশ্বগন্ধায় উইথানন নামে একটি প্রাকৃতিক যৌগ রয়েছে, এই যৌগ করোনা ভাইরাসের প্রজননের জন্য প্রয়োজনীয় প্রোটিন এমপ্রোকে আটকাতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউট কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রস্তাব পেশ করেছে। যেখানে এই অশ্বগন্ধা, গুলচি, তুলসীর মধ্যে করোনা প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে বলে দাবি করা হয়। এর মধ্যে ফাইটোকেমিক্যালস থাকে যা করোনার বিরুদ্ধে লড়াই করতে পারে। বাবা রামদেব ও একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে গুলঞ্চ ১০০ শতাংশ সংক্রমণের বিস্তার আটকাতে সক্ষম। এই তিনটি ওষুধের একটি ক্কাথ করোনা রোগীদের দেওয়া হয়েছিল। যারা বর্তমানে সুস্থ আছেন বলেও তিনি দাবি করেছেন। তবে এই পরীক্ষা এখনও সম্পূর্ণ হয়নি। এই পরীক্ষা যদি সফল হয় তাহলে তা প্রকাশ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

About Author