Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৭০ বছরের বেশি বয়স হলে আপনার জন্য আছে ৫ লক্ষ টাকার ফ্রি চিকিৎসা সুবিধা – জেনে নিন কিভাবে পাবেন

বয়স বাড়ছে, কিন্তু চিকিৎসার খরচ কমছে! দেশের প্রবীণ নাগরিকদের জন্য এসেছে এক বড় সুখবর। ‘আয়ুষ্মান বয় বন্দনা’ (Ayushman Vay Vandana) প্রকল্পের আওতায় এখন ৭০ বছর বা তার বেশি বয়স হলেই…

Avatar

বয়স বাড়ছে, কিন্তু চিকিৎসার খরচ কমছে! দেশের প্রবীণ নাগরিকদের জন্য এসেছে এক বড় সুখবর। ‘আয়ুষ্মান বয় বন্দনা’ (Ayushman Vay Vandana) প্রকল্পের আওতায় এখন ৭০ বছর বা তার বেশি বয়স হলেই মিলবে বছরে ৫ লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্যবিমা কভারেজ। আর এর জন্য কোনও প্রিমিয়াম দিতে হবে না—ব্যবস্থা সম্পূর্ণভাবে ক্যাশলেস!

সরকারি ও নির্দিষ্ট বেসরকারি হাসপাতালগুলিতে এই প্রকল্পের অন্তর্গত নাগরিকরা সহজেই চিকিৎসা করাতে পারবেন। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ইতিমধ্যেই প্রায় ২৫ লক্ষ প্রবীণ নাগরিক এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। তাঁদের মধ্যে ২২ হাজারেরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসার সুযোগ নিয়েছেন, যার আর্থিক মূল্য ছাড়িয়েছে ৪০ কোটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই প্রকল্পের আওতায় চিকিৎসার সুযোগ থাকছে হৃদ্‌রোগের অ্যাঞ্জিওপ্লাস্টি, কটিদেশে অস্ত্রোপচার, ক্যানসার থেরাপি, চোখের ছানি অপারেশন, ডায়ালিসিসের মতো নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও।

প্রকল্পে নাম লেখাতে গেলে লাগবে আধার ভিত্তিক ই-কেয়াইসি (e-KYC)। এই প্রক্রিয়া অনলাইন ও অফলাইন—দুই পথেই সম্ভব। অনলাইনে Ayushman App অথবা PM-JAY পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করা যায়। আবার, সরকার অনুমোদিত হাসপাতালে বা নির্দিষ্ট রেজিস্ট্রেশন সেন্টারেও সরাসরি গিয়ে নাম তোলা যেতে পারে।

উল্লেখযোগ্যভাবে, দিল্লি সরকার এই প্রকল্পে বাড়তি সুবিধা যোগ করেছে। সেখানকার প্রবীণ নাগরিকদের জন্য মোট কভারেজ বেড়ে হয়েছে ১০ লক্ষ, যা দেশজুড়ে একমাত্র রাজ্য যেখানে এমন সুবিধা দেওয়া হচ্ছে।

প্রশ্নোত্তরঃ (FAQ)

১. এই প্রকল্পে কারা নাম নথিভুক্ত করতে পারবেন?
যে কোনও ভারতীয় নাগরিক যাঁর বয়স ৭০ বা তার বেশি, তিনি এই প্রকল্পে নাম তুলতে পারবেন।

২. কোথায় চিকিৎসা করানো যাবে এই স্কিমে?
সরকারি হাসপাতাল এবং নির্দিষ্ট অনুমোদিত বেসরকারি হাসপাতালগুলিতে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।

৩. কী কী রোগের জন্য কভারেজ দেওয়া হচ্ছে?
হার্টের রোগ, ক্যানসার, ছানি অপারেশন, কিডনি সমস্যা, হাঁটুর বা কোমরের অস্ত্রোপচারের মতো বিভিন্ন চিকিৎসা এতে অন্তর্ভুক্ত।

৪. অনলাইনে কীভাবে রেজিস্ট্রেশন করা যাবে?
Ayushman Bharat অ্যাপ অথবা PM-JAY সরকারি পোর্টালে গিয়ে আধার কার্ডের মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন করা যায়।

৫. দিল্লির নাগরিকরা অতিরিক্ত কী সুবিধা পাচ্ছেন?
দিল্লিতে এই প্রকল্পের আওতায় মোট ₹১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা কভারেজ মিলছে প্রতি বছর।

About Author