Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার বাড়িতে বাড়িতে গিয়ে তৈরি করা হবে আয়ুষ্মান কার্ড, সবাই পাবেন বিনামূল্যে চিকিৎসা – AYUSHMAN CARD

জাতীয় স্তরে এবারে কাজ শুরু হয়ে গেল ভারত সরকারের আয়ুষ্মান ভব প্রকল্পের। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু রাষ্ট্রীয় স্তরে আয়ুষ্মান ভব প্রকল্পের রিমোট টিপে এই প্রকল্পের শুভ সূচনা করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র…

Avatar

জাতীয় স্তরে এবারে কাজ শুরু হয়ে গেল ভারত সরকারের আয়ুষ্মান ভব প্রকল্পের। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু রাষ্ট্রীয় স্তরে আয়ুষ্মান ভব প্রকল্পের রিমোট টিপে এই প্রকল্পের শুভ সূচনা করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। এটা হতে চলেছে এই প্রকল্পের তৃতীয় সংস্করণ। স্বাস্থ্য মেলা এবং আয়ুষ্মান সভা সহ অনেক ধরনের কার্যক্রম হবে এই বিশেষ অনুষ্ঠানে। লোক স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর প্রভুরাম চৌধুরী এবং চিকিৎসা শিক্ষা মন্ত্রী বিশ্বাস কৈলাস সারঙ্গ ভার্চুয়ালি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী ডক্টর চৌধুরী জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুক মন্ডব্য এই আয়ুষ্মান প্রকল্পের সমস্ত দিক নির্দেশ জারি করেছেন। জানা যাচ্ছে এবার বাড়ি বাড়ি গিয়ে আয়ুষ্মান কার্ড বানানো হবে। প্রত্যেক স্বাস্থ্য সংস্থায় ২ অক্টোবর সভা অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে স্বাস্থ্য যোজনা এবং বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। তার সাথেই রোগ চেনার পদ্ধতি এবং স্ক্রিনিং টেস্ট হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ডক্টর চৌধুরী জানিয়েছেন, হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার এবং সামুদায়িক স্বাস্থ্য কেন্দ্রে এই স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হবে। এছাড়াও অরগান ডোনেশন এর ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা হবে। বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গেও আলোচনা করা হয়েছে এই প্রকল্প নিয়ে। অন্যদিকে চিকিৎসা মন্ত্রী শ্রী সারঙ্গ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই নতুন কার্যক্রম শুরু করেছেন। করোনাভাইরাসের সময় মধ্যপ্রদেশ যেভাবে সারা ভারতের কাছে একটা মডেল হয়ে উঠেছিল, এবারেও সেরকম একটা পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। সবাই মিলে একসাথে একটা একটা দারুন কাজ সম্পন্ন হতে চলেছে বলে আশা রেখেছেন সকলে।

About Author