দেশনিউজ

জেনে নিন কি কি থাকতে চলেছে অযোধ্যার নতুন মসজিদে

Advertisement
Advertisement

অযোধ্যা : দীর্ঘ গোলমালের অবসানের পর গত বছরের নভেম্বর মাসের রায়ে জানানো হয়, রাম মন্দিরের পাশে গড়ে তোলা হবে নতুন মসজিদও।  সুপ্রিম কোর্টের রায়ে সুন্নি ওয়াকফ বোর্ডকে বলা হয়, রামমন্দির স্থাপনের পাশাপাশি অযোধ্যায় গড়ে তোলা হবে নতুন মসজিদ।

Advertisement
Advertisement

এমনকি ওই মসজিদের আকৃতি-উচ্চতা হবে বাবরি মসজিদের সমান। দীর্ঘ কয়েক বছরের ঝামেলার ইতি ঘটিয়ে গত বছরেই শোনানো হয় শেষ ফয়সালা। যার ফলস্বরুপ প্রাধান্য দেওয়া হয়েছে দুই ধর্মকেই। ইন্দো-ইসলামিক বোর্ডের তরফে এই মসজিদকে ঢেলে সাজানোর জন্য নিয়োগ করা হয়েছে প্রখ্যাত ইতিহাসবিদ তথা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক পুষ্পেষ পন্থকে।

Advertisement

পুষ্পেষ পন্থ জানিয়েছেন, অযোধ্যার ধন্নিপুর অঞ্চলে পাঁচ একর জমির ওপর গড়ে উঠবে মসজিদ কম্পলেক্স। সেখানে মসজিদের পাশাপাশি লাইব্রেরি ও হাসপাতালও থাকবে। ওই মসজিদ অঞ্চলে তৈরি হবে একটি কমিউনিটি কিচেনও।

Advertisement
Advertisement

দরিদ্র মানুষের জন্য বিলি হবে পুরি এবং সবজি। ১৫ হাজার ফুট জায়গার উপর গঠিত হবে এই মসজিদ। এছাড়াও এই মসজিদের নকশা তৈরির হাতে কলমের দায়িত্বে থাকছেন এসএম আখতার৷

Advertisement

Related Articles

Back to top button