ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Axis bank fd rate: অল্প সময়ের মধ্যেই টাকা দ্বিগুণ করার দারুন সুযোগ, গ্রাহকদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এলো অ্যাক্সিস ব্যাঙ্ক

গ্রাহকদের বড় সুখবর দিয়েছে এই বেসরকারি ব্যাংকটি

×
Advertisement

সম্প্রতি রেপোরেট বৃদ্ধি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং তারপর থেকেই একের পর এক ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিট এর উপরে সুদের হার বৃদ্ধি করা শুরু করেছে। সেই তালিকায় এবারে যুক্ত হয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক। সুদের হার বৃদ্ধি করার পর অ্যাক্সিস ব্যাংকের তরফে ফিক্সড ডিপোজিট এর সর্বোচ্চ সুদ দেওয়া হচ্ছে ৭.২৬ শতাংশ। এই সুদের হার প্রবীণ নাগরিকদের জন্য ৮.০১ শতাংশ। ব্যাংকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ২ কোটি টাকার নিচের ফিক্সড ডিপোজিট এর উপরে এই সুদ বৃদ্ধি করা হয়েছে।

Advertisements
Advertisement

এবার দেখে নেওয়া যাক কেন টাকা দ্বিগুণ হওয়ার কথা বলা হচ্ছে। টাকা দ্বিগুণ করতে হলে কত টাকা ঠিক কতদিনের জন্য বিনিয়োগ করতে হবে সেটা একটু জেনে নেওয়া প্রয়োজন। ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে যদি ৭ শতাংশ সুদ পাওয়া যায় এবং কোন ব্যক্তি যদি ১০ বছরের জন্য ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে তার টাকা দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ ম্যাচিউরিটির ক্ষেত্রে এই টাকা হয়ে যাবে প্রায় কুড়ি লক্ষ টাকা। অর্থাৎ সুদ পাওয়া যাবে প্রায় দশ লক্ষ টাকার বেশি।

Advertisements

অন্যদিকে যদি প্রবীণ নাগরিকরা ১০ বছরের জন্য বর্তমান ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে বিনিয়োগ করেন তাহলে তারা পেয়ে যাবেন ৭.৭৫ শতাংশ সুদ এবং সেক্ষেত্রে তারা ১১ লক্ষ ৫০ হাজার টাকা সুদ পেয়ে যেতে পারেন। যদি বর্তমান অ্যাক্সিস ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট রেট দেখা যায় তাহলে ৭ থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৩.৫ শতাংশ। ৪৬ দিন থেকে ৬০ দিনের মধ্যে সুদের হার ৪ শতাংশ। ৬১ দিন থেকে ৩ মাসের জন্য সুদের হার ৪.৫ শতাংশ। ৩ মাস থেকে ৬ মাসের ক্ষেত্রে সুদের হার ৪.৭৫ শতাংশ।

Advertisements
Advertisement

৬ থেকে ৯ মাসের মধ্যেকার এফডিতে সাধারণ নাগরিকেরা সুদ পাবেন ৫.৭৫ শতাংশ হারে। এই সময়ের মধ্যে সুদের হার পাওয়া যাবে ৬ শতাংশ। ৯ মাস থেকে ১ বছরের ক্ষেত্রে সুদের হার রয়েছে ৬ শতাংশ, আবার এই সময়ের মধ্যে সুদের হার ৬.২৫ শতাংশ। ১ বছর থেকে ১ বছর ২৪ দিনের মধ্যে সুদের হার রয়েছে ৬.৭৫ শতাংশ। প্রবীণ নাগরিকেরা পাবেন ৭.৫ শতাংশ। ১ বছর ২৫ দিন থেকে ১৩ মাসের মধ্যে সুদের হার রয়েছে ৭.১ শতাংশ।

Related Articles

Back to top button