এই মুহূর্তে দুবাইয়ের আবুধাবিতে রয়েছেন অভিনেত্রী। সেখান থেকেই নিজের বোল্ড লুক শেয়ার করে নিতে দেখা গিয়েছে তাকে। এদিন কালো মনোকিনিতে জলকেলিতে মত্ত থাকতে দেখা গিয়েছে অবনীতকে। খোলা চুলে চোখে পরেছিলেন রোদচশমাও। শো-অফ করেছেন নিজের টোনড বডিও। বলাই বাহুল্য, তার এই সাম্প্রতিক লুক রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। মন কেড়েছে ভক্তদেরও। আপাতত, তার শেয়ার করে নেওয়া সাম্প্রতিক রিল ভিডিওর সূত্র ধরেই নেট নাগরিকদের পাশাপাশি ভক্তদের একাংশের মাঝে তুমুল চর্চিত অবনীত।
Avneet Kaur: কালো মনোকিনিতে জলকেলিতে মত্ত অভিনেত্রী অবনীত, উষ্ণতা ছড়ালেন ভক্তদের মনে
অবনীত কৌর হিন্দি টেলিভিশন জগৎ'এর একটি পরিচিত মুখ। মাত্র ২১ বছর বয়সেই অভিনেত্রী হিসেবে সাফল্য অর্জন করেছেন তিনি। অনেক ছোট বয়সেই অভিনয় জগতের সাথে পরিচয় ঘটেছে তার। ২০১০ সালে প্রথম…

আরও পড়ুন