Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Avika Gor: মলদ্বীপে বালির উপর ‘বালিকা বধূ’র আনন্দী, খোলামেলা অবতারে অভিনেত্রী অবিকা

অভিকা গোর এই নামটার থেকে সকল দর্শক এই মেয়েকদ আনন্দী বলে ডাকতে ভালোবাসেন। হ্যাঁ কালার্স টিভির জনপ্রিয় ধারাবাহিকে ‘বালিকা বধু’র সেই মিষ্টি মেয়েটি। একে সকলে ছোট্ট আনন্দী বলে বেশি ডাকতে…

Avatar

By

অভিকা গোর এই নামটার থেকে সকল দর্শক এই মেয়েকদ আনন্দী বলে ডাকতে ভালোবাসেন। হ্যাঁ কালার্স টিভির জনপ্রিয় ধারাবাহিকে ‘বালিকা বধু’র সেই মিষ্টি মেয়েটি। একে সকলে ছোট্ট আনন্দী বলে বেশি ডাকতে পছন্দ করেন। মিষ্টি হাসি, লেহেঙ্গা চোলির সঙ্গে মাথায় দেওয়া ঘোমটা এবং গা ভর্তি ভারি ভারি গয়না আর নিজের মিষ্টি মিষ্টি কথায় সকলের মন জয় করে নিয়েছিল এই খুদে শিল্পী। বালিকা বধূর পর শ্বশুরাল সিমর কা ধারাবাহিকে অভিনয় করেও বেশ জনপ্রিয় হয়েছেন অভিকা। এরপর টিভি রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-তে অংশগ্রহণ করেছেন। সঙ্গে অভিনয় করেছেন বেশ কিছু তেলেগু ছবিতে।

তবে ছোট আনন্দী আর বালিকা নেই। এখন এই মেয়ে ২৩ বছরের বড় বালিকা। বয়সে যেমন বড় হয়েছে তেমনি এই অভিনেত্রী আগের থেকে আরো বেশি বোল্ড আর স্মার্ট হয়ে উঠেছেন। পাশাপাশি অভিনেত্রীর জীবনে এসেছে বসন্তের ছোঁয়া। হ্যাঁ অভিনয়ের পাশাপাশি নিজের মনের মানুষের সাথে চুটিয়ে প্রেমে করছেন আনন্দী থুরি অভিকা গোর। বয়ফ্রেন্ডের নাম মিলিন্দ চাঁদওয়ানি। অভিনয় পেশার সাথে যুক্ত নন মিলিন্দ। তিনি একজন সমাজকর্মী। প্রথমে মিলিন্দ ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা শেষ করে এমবিএ করেন। এরপরে একজন সামাজকর্মী হিসেবে একটি এনজিওতে কাজ শুরু করেন। সেই সূত্রেই আলাপ হয় অভিকার সঙ্গে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি, প্রেমিক মিলিন্দের সঙ্গে মলদ্বীপে উড়ে গিয়েছেন অভিকা ছুটি কাটাতে। সেখানে গিয়ে নিজের পুরোনো সব খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন ‘আনন্দী’। একাধিক স্নানপোশাকে সমুদ্র সৈকতে নিজেকে মেলে ধরেছেন তিনি। প্রতিটি পোশাকে সুস্পষ্ট তাঁর শরীরের খাঁজ। পোশাকের ফাঁক থেকে স্পষ্ট বক্ষ যুগলের খাঁজও।

খোলা চুল, খোলা মেলা পোশাক আর নো মেক আপে মালদ্বীপের সাদা বালিতে যৌবনের স্বাদ নিচ্ছেন অভিনেত্রী। আবার কখনও সমুদ্রের নীল জলে জলকেলিতে ব্যস্ত আবার কখনও বা মলদ্বীপের সমুদ্রতটে আনমনেই নিজের শরীরে মাখছেন বালি। সেইসব ভিডিয়োতে লাস্যময়ী অভিনেত্রী চোখের আবেদনও চোখ এড়ায়নি নেট নাগরিকদের। আর প্রতিটি ছবি আর ভিডিও বেশ ভালোই ভাইরাল।

আবার প্রেমিকের সাথে সমুদ্রের ধারে নৈশভোজ ও করেছেন। রোম্যান্টিক ডিনারের একে অপরের হাত ধরে সুন্দর মুহূর্ত উপভোগ করার একটি ছোট ভিডিও শেয়ার করেছেন মিলিন্দ। এদের এই সুন্দর মুহূর্তের ঝলক দেখে নেটিজেনরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় প্রতিটি পোস্ট।

About Author