Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘আন্টি জি রকস্টার’, হৃতিক রোশনের গানে তুমুল নাচ এক বৃদ্ধার, প্রশংসা ভরালেন নেটিজেনরা

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন এরকম হাজার হাজার ভিডিও দেখতে পাওয়া যায়, যেখানে শিশু-কিশোর থেকে বৃদ্ধ-বৃদ্ধের নাচ থাকে। এমনই এক রকিং নাচের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। এক কাপড়ের দোকানে নাচতে দেখা…

Avatar

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন এরকম হাজার হাজার ভিডিও দেখতে পাওয়া যায়, যেখানে শিশু-কিশোর থেকে বৃদ্ধ-বৃদ্ধের নাচ থাকে। এমনই এক রকিং নাচের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। এক কাপড়ের দোকানে নাচতে দেখা যায় এক বৃদ্ধাকে। বৃদ্ধাটি হৃতিক রোশনের ‘এক পাল কা জিনা’ গানে নাচ তে দেখা গেল। এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।ভিডিওটি একটি কাপড়ের দোকানের। হঠাৎ হৃতিক রোশনের গান বেজে ওঠে এবং সেই মহিলা ঠিক সেই মতো নাচতে শুরু করেন। ভিডিওতে বৃদ্ধার নাচ দেখে আপনি কল্পনা করতে পারেন যে তিনি এই গানটিতে ইতিমধ্যে কতটা নাচের অনুশীলন করেছেন। মহিলাটি যেভাবে নাচের সম্পাদন করেছেন তা দেখলে অবাক হবেন। এই ভিডিওটি দেখার পর মানুষ প্রশংসাও করেছেন।memecentral.teb নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড করার সাথে সাথে লোকেরা এটিকে অনেক পছন্দ করেছে। এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আন্টি জি রকস্টার’।

দেখুন সেই নাচের ভিডিওঃ

About Author