Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bank Holiday: আগস্টে ৯ দিনের মধ্যে মাত্র ৩ দিন খোলা থাকবে ব্যাংক! দেখে নিন সম্পূর্ণ তালিকা

ব্যাংকের শাখায় জরুরি কাজ আছে? তবে আগে জেনে নিন আগস্ট মাসে কোথায় কখন ছুটি পড়ছে। না হলে কাজ আটকে যেতে পারে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI) প্রকাশিত Bank Holiday Calendar…

Avatar

ব্যাংকের শাখায় জরুরি কাজ আছে? তবে আগে জেনে নিন আগস্ট মাসে কোথায় কখন ছুটি পড়ছে। না হলে কাজ আটকে যেতে পারে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI) প্রকাশিত Bank Holiday Calendar অনুযায়ী মাসের নির্দিষ্ট দিনে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাংক বন্ধ থাকবে। আগস্ট মাসের শেষ সপ্তাহে টানা কয়েকটি ছুটি থাকায় গ্রাহকদের সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কখন কোথায় ছুটি থাকবে।

আগস্টে টানা ছুটি

২৩ আগস্ট শনিবার—চতুর্থ শনিবার হওয়ায় সারা দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। পরদিন ২৪ আগস্ট রবিবার, যা সাপ্তাহিক ছুটি। ফলে ব্যাংক দুই দিন টানা বন্ধ থাকবে। এরপর ২৫ আগস্ট সোমবার, অসমে শ্রীরামন্ত শংকরদেবের তিরুভাব তিথি উপলক্ষে স্থানীয়ভাবে ব্যাংক বন্ধ থাকবে। এর ফলে সেখানে তিন দিন টানা ব্যাংক বন্ধ থাকবে। ২৬ আগস্ট মঙ্গলবার আবার নিয়মমাফিক ব্যাংক খোলা থাকবে।

গণেশ চতুর্থীর কারণে ছুটি

২৭ আগস্ট বুধবার, দেশের একাধিক রাজ্যে ব্যাংকের কাজকর্ম হবে না। গুজরাট, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, ওডিশা এবং তামিলনাড়ুতে গণেশ চতুর্থীর ছুটি ঘোষণা করা হয়েছে। ২৮ আগস্ট বৃহস্পতিবার, ওডিশা ও গোয়ার কিছু এলাকায় Nuakhai Festival এবং গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন উপলক্ষে ছুটি থাকবে।

আগস্ট মাসের সম্পূর্ণ তালিকা

২৩ আগস্ট: সারা দেশে ব্যাংক বন্ধ (চতুর্থ শনিবার) ২৪ আগস্ট: সারা দেশে ব্যাংক বন্ধ (রবিবার) ২৫ আগস্ট: অসমে ছুটি (শ্রীমন্ত শংকরদেব তিরুভাব তিথি) ২৭ আগস্ট: গণেশ চতুর্থী (গুজরাট, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, ওডিশা, তামিলনাড়ু) ২৮ আগস্ট: নুয়াখাই/গণেশ চতুর্থী দ্বিতীয় দিন (ওডিশা, গোয়া) ৩১ আগস্ট: সারা দেশে ব্যাংক বন্ধ (রবিবার)

অনলাইন পরিষেবা খোলা থাকবে

ব্যাংকের ব্রাঞ্চ বন্ধ থাকলেও গ্রাহকরা ডিজিটাল ব্যাংকিং পরিষেবা ব্যবহার করতে পারবেন। Internet Banking, Mobile App, UPI, NEFT, RTGS*—সবই চালু থাকবে। এটিএম থেকে টাকা তোলা যাবে, অনলাইন মাধ্যমে বিল পেমেন্ট, অ্যাকাউন্ট ব্যালেন্স চেক, এমনকি Fixed Deposit* খোলার কাজও করা যাবে।

প্রতিটি রাজ্যে আলাদা নিয়ম

উল্লেখ্য, ব্যাংকের ছুটি প্রতিটি রাজ্যের স্থানীয় উৎসব, রীতি ও প্রথা অনুযায়ী ভিন্ন হয়। তাই RBI-র প্রকাশিত ক্যালেন্ডারে রাজ্যভিত্তিক ছুটির তালিকা দেওয়া থাকে। গ্রাহকদের পরামর্শ দেওয়া হচ্ছে ব্যাংকে যাওয়ার আগে স্থানীয় শাখা বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য জেনে নিতে।
About Author