Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্বপ্নার নাচে বেসামাল দর্শকরা, ফোন তুলেই করতে শুরু করলেন রেকর্ড ( Watch Video)

হরিয়ানার ডান্সিং কুইন যখন স্টেজে ওঠেন তখন দর্শকদের ঢল নামে স্টেজ জুড়ে। আট থেকে আশি প্রায় উন্মাদ হয়ে ওঠে স্বপ্নার জোরদার ঠুমকার তেজে। কেউ টাকার বৃষ্টি শুরু করে তো কেউ…

Avatar

হরিয়ানার ডান্সিং কুইন যখন স্টেজে ওঠেন তখন দর্শকদের ঢল নামে স্টেজ জুড়ে। আট থেকে আশি প্রায় উন্মাদ হয়ে ওঠে স্বপ্নার জোরদার ঠুমকার তেজে। কেউ টাকার বৃষ্টি শুরু করে তো কেউ ফোন তুলেই ভিডিও করতে শুরু করে। কারণ, স্টেজে উত্তেজনার পারদ চড়িয়ে দিতে ওস্তাদ হরিয়ানার নং ওয়ান ডান্সিং কুইন স্বপ্না চৌধুরী (Sapna Choudhary).

স্বপ্না তার নাচের কেরিয়ার শুরু করে কিশোরী অবস্থা থেকেই। একের পর এক স্টেজ শো করতে করতে এখন স্বপ্না ব্র্যান্ড। কিছুদিন আগেও কান ফিল্ম ফেস্টিভ্যালে ( Cannes Film Festival 2023) স্বপ্নার উপস্থিতি নজর কাড়ে। দেশ বিদেশের তারকাদের পাশাপাশি স্বপ্নার উপস্থিতি ছিল মনমুগ্ধকর। আর হবে নাই বা কেন? স্বপ্না এখন রীতিমত স্টার। সোশ্যাল মিডিয়াতে স্বপ্নার যেমন ক্রেজ, তেমনই বাইরের দুনিয়াতেও। একের পর এক অ্যালবামে কাজের সুযোগ থেকে বিগ বসের ঘরে আসর বসানো, সবটাই করেন স্বপ্না। ফলে স্বপ্না এখন রীতিমত জনপ্রিয় একজন সেলিব্রিটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে, স্বপ্নার বেশি কিছু পুরোনো ভিডিও মানুষ উপভোগ করছে রসিয়ে কষিয়ে। তখনও স্বপ্না স্টার হয়নি, সেই ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়াতে প্রচুর মানুষ পুনরায় তা উপভোগ করছে, ফলে ভাইরাল হচ্ছে ভিডিওগুলো। সম্প্রতি, ২০১৬ সালের ‘হাওয়া কাকসুতি’- গানের নাচটি আবার ভাইরাল হয়েছে। এই ভিডিওটি এখন পর্যন্ত ৮ কোটি ৭৬ লাখের বেশি বার দেখা হয়েছে। এখানে স্বপ্না দারুন হইচই করে নেচেছেন এবং দর্শকদের মাতিয়ে রেখেছেন। চলুন দেখে নেওয়া যাক মিউজিক ভিডিওটি।

About Author