আপনি যদি আর কিছুদিনের মধ্যেই একটি নতুন ইলেকট্রিক বাইক কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন সুখবর। ভারতের বাজারে খুব শীঘ্রই একটি নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ হতে চলেছে। এই ইলেকট্রিক বাইকে আপনারা এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য পেয়ে যাবেন যা হয়তো খুব দামি ইলেকট্রিক বাইকে আপনারা পেতে পারেন। আজ আমরা আপনাকে এই Atumobile কোম্পানি ইলেকট্রিক বাইকের সম্পূর্ণ ফিচার এবং বৈশিষ্ট্যের ব্যাপারে জানাতে চলেছি। আজকের দিনে এই বাইকটি গ্রাহকদের কাছে খুবই পছন্দের একটা বাইক হয়ে উঠেছে। চলুন তাহলে এই বাইকের দাম মোটর এবং রেঞ্জ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Atumobile AtumVader এর বৈশিষ্ট্য
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowAtumobile AtumVader একটি ৩ kW BLDC মোটর দ্বারা চালিত একটি ইলেকট্রিক বাইক। এই বাইকের ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জ করতে ৪ ঘন্টা সময় নেয়। এই Atumobile AtumVader আপনাকে ১০০ কিলোমিটারের রেঞ্জ প্রোভাইড করবে। অর্থাৎ যদি আপনি ৪ ঘন্টা চার্জ দিয়ে পুরোপুরি ভাবে বাইক রেডি করেন, তাহলে আপনি এক বারে ১০০ কিলোমিটার পর্যন্ত বাইকটি চালাতে পারবেন।
Atumobile AtumVader এর বাজার কত?
Atumobile AtomVader-এর দাম ১.০৯ লক্ষ টাকা থেকে শুরু হয় এবং ১.৩৯ লক্ষ টাকা পর্যন্ত যায় (এক্স-শোরুম, দিল্লি)। এটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায়, Ace, E এবং X। দেখতে গেলে এই দামের মধ্যে যদি আপনি এরকম ফিচার বিশিষ্ট একটি ইলেকট্রিক বাইক পেয়ে যান তাহলে এই ডিল আপনার জন্য সত্যিই ভালো একটা ডিল হিসেবে প্রমাণিত হতে চলেছে।