আজকালকার দিনে ছেড়া নোট নিয়ে অনেকেই সমস্যায় থাকেন। এই ধরনের নোট থাকার কারণে অনেকেই সমস্যায় পড়ে যান। এই ধরনের নোট কিন্তু সহজে চালানো যায় না। বলতে গেলে কেউই এই ধরনের নোট গ্রহণ করবেন না কারণ এই ধরনের নোটের অনেক সময় ভ্যালু কমে যায়। তাই এই পরিস্থিতিতে কিভাবে আপনি এই নোট চালাবেন সেটা অনেকের ক্ষেত্রেই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
অনেকেই এই কারণে ছেড়া নোটের সমস্যা থেকে বাঁচার জন্য এটিএম এর মাধ্যমে ট্রানজ্যাকশন করে থাকেন। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন, শুধুমাত্র এটিএম থেকে অনেক সময় ছেঁড়া নোট পেরিয়ে যেতে পারে। যান্ত্রিক গোলযোগের কারণে অথবা মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে এরকম সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনাকে এই ধরনের নোট চালানোর জন্য অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই ছেড়া নোট বদলের বিষয়ে RBI এর একটি নতুন নিয়ম এসেছে। যদি আপনার কাছে একটা ছেড়া নোট থাকে, তাহলে আপনি সেটা ব্যাংকে গিয়ে পরিবর্তন করতে পারেন। ব্যাংক আপনার টাকা চেঞ্জ করতে বাধ্য। তবে এর জন্য আপনাকে একটা বিষয় জানতে হবে। এই নোট বদলের জন্য আপনাকে সেই নোটের সমান আকারের সাদা কাগজ কেটে সেটাকে নোটের সাথে সাটিয়ে তারপর সেটাকে নোটের আকারে কাটতে হবে। এরপর আপনাকে স্টেট ব্যাংকের ক্যাশিয়ার সেন্টারে গিয়ে এই নোট বদলাতে হবে। অন্যান্য ব্যাংকেও আপনি এই পরিষেবা পাবেন। তবে স্টেট ব্যাংকে আপনি এই পরিষেবা সবথেকে ভালো পাবেন।