কলকাতা: অভিনব কায়দায় গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে লুঠ করা হয়েছে লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে তিলজলা থানার থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত একটি এটিএম মেশিনে।
আজ, শুক্রবার ভোররাতে তিলজলা থানা এলাকার সি এন রায় রোডের অ্যাক্সিস ব্যাঙ্কের একটি এটিএম কিঅক্সে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশের খবরে দমকল বাহিনী আগুন নেভানোর জন্য ছুটে আসে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন তড়িঘড়ি নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুন নেভার পরেই বড়সড় বিপদ চোখে পড়ে সকলের। দেখা যায় এটিএম মেশিনের পেছন দিক গ্যাস কাটা দিয়ে কাটা রয়েছে এবং প্রায় দশ লক্ষ টাকা এটিএম মেশিন থেকে লুঠ করা হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতৎক্ষণাৎ পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে খবর দেওয়া হয়। তবে কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কাটার সময় খোঁচা লেগে আগুনের ফুলকি মেশিন থেকে বেরোতে পারে। ঘটনাস্থলে পৌঁছান লালবাজার থানার পুলিশ কর্তারা। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে তিলজলা থানার পুলিশ। আশেপাশের এলাকা এবং ওই এজিএম কিঅক্সের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে।