এদিন শুরু থেকেই তুল্যমূল্য এবং হাড্ডাহাড্ডি লড়াই চলে দুই দলের মধ্যে। বেশ কয়েকবার সুযোগ এসেছিল গোল করার দুটি দলের কাছেই। কিন্তু কেউই সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য থেকে। রক্ষণভাগ সামলে দুই দল একে অপরকে আক্রমণ করতে থাকে। কিন্তু তাতে কোনও লাভ প্রথমার্ধে হয় না। যদিও প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই দুই দলের মধ্যে চললেও বলের নিয়ন্ত্রণ কেরালা ব্লাস্টার্সের কাছে বেশি ছিল।C L I N I C A L 🎯
— Indian Super League (@IndSuperLeague) November 20, 2020
A Hero of the Match performance from @RoyKrishna21 in #KBFCATKMB 👏#HeroISL #LetsFootball pic.twitter.com/yMiklmrlRp
দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার পর থেকে প্রথম ২০ মিনিট প্রথমার্ধের রিপিট টেলিকাস্ট হতে থাকে। কিন্তু তারপর অ্যাটাকিং মোডে ৬৭ মিনিটের মাথায় এটিকে-মোহনবাগান অধিনায়ক রয় কৃষ্ণার দুরন্ত গোল জয়ের সরণিতে পৌঁছে দেয় হাবাসের দলকে। তারপর বাকি সময় ধরে কেরালা ব্লাস্টার্স গোল শোধ করার চেষ্টা করলেও তা করতে পারিনি। এদিন জন্মদিন ছিল কেরালা ব্লাস্টার্সের কোচ কিবু ভিকুনার। কিন্তু তাঁর ছেলেরা তাঁকে জন্মদিনের উপহার দিতে পারেনি। ফলে অবশেষে প্রথম ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস আরও একটু বাড়িয়ে নিল এটিকে-মোহনবাগান।Half-time in Bambolim 🏟️
— Indian Super League (@IndSuperLeague) November 20, 2020
It's goalless at the break in the #HeroISL 2020-21 season opener!#KBFCATKMB #HeroISL #LetsFootball pic.twitter.com/n3WkgnIXRk