Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হায়দরাবাদের বিরুদ্ধেও জয় অধরা রইল এটিকে-মোহনবাগানের

পরপর তিনটি ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করলেও চতুর্থ ম্যাচ থেকে জয়ের মুখ দেখতে পাচ্ছে না এটিকে-মোহনবাগান। প্রথমে জামশেদপুর এফসির কাছে এবং তারপর হায়দরাবাদ এফসির সঙ্গে ম্যাচ ড্র করেছে হাবাসের ছেলেরা।…

Avatar

পরপর তিনটি ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করলেও চতুর্থ ম্যাচ থেকে জয়ের মুখ দেখতে পাচ্ছে না এটিকে-মোহনবাগান। প্রথমে জামশেদপুর এফসির কাছে এবং তারপর হায়দরাবাদ এফসির সঙ্গে ম্যাচ ড্র করেছে হাবাসের ছেলেরা। প্রথম দিকে এগিয়ে থেকেও নিজামের শহরের বিরুদ্ধে জয় অধরা রয়ে গেল এটিকে-মোহনবাগানের।

গতকাল, শুক্রবারের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে বেশ কয়েকটি পরিবর্তন এনেছিলেন এটিকে-মোহনবাগানের স্প্যানিশ কোচ অ্যান্তেনিও লোপেজ হাবাস। এদিন প্রথমার্ধে শুরু থেকেই গোলের লক্ষ্যে এটিকে-মোহনবাগান অধিনায়ক রয় কৃষ্ণার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল মনবীর সিংকে। তিরিকে এদিন বিশ্রাম দিয়েছিলেন হাবাস। ওদিকে দক্ষ দলের বিরুদ্ধে তরুণ হায়দরাবাদ এফসি প্রথম থেকেই আক্রমণাত্মক হয়ে উঠেছিল। আক্রমণের ওপর জোর দিয়েই সন্দেশ, প্রীতমদের ব্যস্ত রেখেছিল হায়দরাবাদ। কিন্তু তাও প্রথমার্ধ গোলশূন্যই থেকে যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দ্বিতীয়ার্ধের শুরুতেই মনবীর সিংয়ের গোলে এগিয়ে যায় এটিকে-মোহনবাগান। তবে এই এগিয়ে থাকা শেষ পর্যন্ত জয়ের মুখ দেখাতে পারেনি এটিকে-মোহনবাগানকে। কারণ, দশ মিনিটের মাথায় অর্থাৎ ৬৪ মিনিটে হায়দরাবাদের হয়ে গোল শোধ করেন ভিক্টর। তারপর থেকে দুই দলই ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও স্কোরলাইন অপরিবর্তিত থাকে। শেষমেষ ড্র করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

About Author