Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আইএসএলের জন্য ২৭ জনের দল ঘোষণা করল এটিকে-মোহনবাগান

কলকাতা: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই শুরু হবে ফুটবলের মহারণ ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। আর এবারের আইএসএলের জন্য কার্যত প্রতীক্ষার দিন গুনছে ফুটবলপ্রেমী বাঙালিরা। কারণ, এই প্রথম আইএসএলে…

Avatar

কলকাতা: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই শুরু হবে ফুটবলের মহারণ ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। আর এবারের আইএসএলের জন্য কার্যত প্রতীক্ষার দিন গুনছে ফুটবলপ্রেমী বাঙালিরা। কারণ, এই প্রথম আইএসএলে ফুটবল খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে। যদিও মেরিনার্সরা একা খেলবে না। আইএসএলের একাধিকবার চ্যাম্পিয়ন হওয়া দল অ্যাটলেটিকো দি কলকাতা বা এটিকে সঙ্গে জোট বেঁধেছে সৃঞ্জয় বসুর ক্লাব। তাই সকলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে কার্যত প্রস্তুত এটিকে-মোহনবাগান। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে প্রথম একাদশ কাদের খেলাবেন এটিকে-মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাস।

জানা গিয়েছে, প্রথম একাদশ নয়, একেবারেই ২৭ জনকে বেছে নিয়েছেন এটিকে-মোহনবাগান কোচ। অভিজ্ঞ ফুটবলের সঙ্গে বেশ কিছু জুনিয়র ফুটবলারদের বেছে নিয়েছেন তিনি। নাম ঘোষণাও করে দিয়েছেন সকলের। আইএসএলের নিয়ম বলছে প্রত্যেক দল ৩৫ জনের নাম নথিভুক্ত করাতে পারে। কিন্তু আপাতত ২৭ জনেই সীমাবদ্ধ থাকতে চাইছে এটিকে-মোহনবাগান। তাই ২৭ জনের নাম ঘোষণা করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে হাবাসের সংসারে ২৭ জনের মধ্যে সাতজন রয়েছেন বিদেশি ফুটবলার। তারা হলেন, রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়াম, এডু গার্সিয়া, জাভি হার্নান্দেজ, তিরি কার্ল ম্যাকহীউ এবং ব্র্যাড ইনম্যান। এদিকে কুড়ি জনের ভারতীয় তালিকায় রয়েছেন অরিন্দম ভট্টাচার্য, বিরাজ সিং, অভিনাশ পাল, প্রীতম কোটাল, প্রবীর দাস, সন্দেশ ঝিঙ্গান, শুভাশীষ বসু, সুমিত রাঠি, সুসাইরাজ, প্রণয় হালদার, মনবীর সিং, মাইকেল রেগিন, শেখ সাহিল, গ্লেন মার্টিন্স, বরিস সিংয়ের মতো ফুটবলাররা।

আগামী ১৪ নভেম্বর এফ সি গোয়ার বিরুদ্ধে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে চায় এটিকে-মোহনবাগান। তারপরেই দলকে ২০ নভেম্বর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সরাসরি খেলাবেন হাবাস। তাই এখন থেকেই ময়দানে আইএসএলের উত্তাপ বেড়ে চলেছে, এমনটা বলাই যায়।

About Author