Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আসতে চলেছে Ather-এর নতুন ইলেকট্রিক স্কুটার, দাম হতে চলেছে আপনার বাজেটে

ভারতীয় অটোমোবাইল বাজারে ইলেকট্রিক স্কুটারের কথা বললেই যে কোম্পানির নাম প্রথমেই মাথায় আসে তা হল Ather Energy। ২০১৮ সালে কোম্পানি Ather 450 e-scooter হিসেবে লঞ্চ করেছিল তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার।…

Avatar

By

ভারতীয় অটোমোবাইল বাজারে ইলেকট্রিক স্কুটারের কথা বললেই যে কোম্পানির নাম প্রথমেই মাথায় আসে তা হল Ather Energy। ২০১৮ সালে কোম্পানি Ather 450 e-scooter হিসেবে লঞ্চ করেছিল তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার। তার পরে কোম্পানির তরফ থেকে লঞ্চ করা হয়েছিল Ather 450X এবং 450 Plus নামক দুটি ইলেকট্রিক স্কুটার। অন্যদিকে আজ থেকে ৬ মাস আগে কোম্পানি তার বার্ষিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে তামিলনাড়ুতে তাদের এই কোম্পানিকে স্থানান্তরিত করেছিল।এইবার কোম্পানি আবারও তাদের নতুন ইলেকট্রিক স্কুটারের পেটেন্ট ফাইল করে দিয়েছে। সম্প্রতি সামনে উঠে এসেছে তাদের এই পেটেন্টের কিছু ছবি, যা থেকে বলা চলে যে Ather 450X এর থেকে এই স্কুটারে অনেকটাই বড় হতে চলেছে। দেখে মনে করা হচ্ছে এই স্কুটারটি অনেকটাই Maxi-Scooter আকৃতির হতে চলেছে। ছবি হতে জানা গিয়েছে যে, এই স্কুটারে দেওয়া হচ্ছে সিঙ্গেল পিস সিট এবং বড় ফ্রন্ট এপ্রন। সাথে দেখা গিয়েছে LED হেডলাইট ও।অন্যদিকে এই স্কুটারে সামনের দিকে দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক। বলা বাহুল্য, পেটেন্ট ছবির সাথে অনেকটাই আলাদা দেখতে হতে পারে অন্তিম স্কুটার। তবে অনুমান করা হচ্ছে যে ফিচারে খুব বেশি পরিবর্তন আনবেনা কোম্পানি। কোম্পানির তরফ থেকে এখনও এই স্কুটারের দাম সম্পর্কে কোনও তথ্য জানানো না হলেও , অনুমান করা হচ্ছে যে এই স্কুটারের দাম ১,৪১,৬২১ টাকা থেকে ১,৬০,৬৩৩ টাকার মাঝে রাখা হবে। তবে কোম্পানির তরফ থেকে এই স্কুটারের ইঞ্জিন সম্পর্কে কোনও তথ্যই জানায়নি।
About Author