টেক বার্তা

Ola-কে কোনঠাসা করতে প্রস্তুত Ather, একের পর এক দুর্দান্ত ফির্চাস দিচ্ছে ইলেকট্রিক বাইকে – ELECTRIC BIKE

আমরা আপনাদের বলে রাখি, Ather Energy তাদের প্রথম ই-মোটরসাইকেল লঞ্চের পরিকল্পনা করছে।

Advertisement

বর্তমানে বিশ্বে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে দিনের পর দিন বেড়ে চলেছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। বিশেষ করে, বিগত এক বছরে জোর কদমে বিক্রি বেড়েছে ইলেকট্রিক স্কুটার সহ ইলেকট্রিক বাইকের। এর পেছনে অন্যতম কারণ হলো, সবচেয়ে কম মূল্যে অধিক দূরত্ব অতিক্রম করা সম্ভব হয় ইলেকট্রিক গাড়ির দ্বারা। পুনরায় যার যোগ্য ব্যাটারি ব্যবহার করা হয় বলে জ্বালানি তেলের গাড়িগুলোর চেয়ে তুলনামূলক কম খরচে নিজের গন্তব্যে পৌঁছাতে পারেন গ্রাহকরা। পাশাপাশি, ইলেকট্রিক গাড়ি হওয়ার কারণে পরিবেশের জন্য এটি কার্বন নেগেটিভ হিসেবে গ্রাহকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, চলতি বছর স্বাধীনতা দিবসে নিজেদের চারটি ইলেকট্রিক বাইকের লঞ্চের কথা ঘোষণা করেছিল Ola। যার মধ্যে সম্প্রতি একটি মডেল লঞ্চ করেছে সংস্থাটি। স্পোর্টস লুকের দাপুটে বাইকটি ইতিমধ্যে গ্রাহকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। তবে এবার ওলার স্বপ্ন ভঙ্গ করতে বাজারে আসছে Ather-এর ইলেকট্রিক বাইক।

এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, Ather Energy তাদের প্রথম ই-মোটরসাইকেল লঞ্চের পরিকল্পনা করছে। যা হিরো মোটোকর্প (Hero MotoCorp) ও সিঙ্গাপুরের বিনিয়োগকারী সংস্থা জিআইসি (GIC)-এর থেকে মোটা অঙ্কের লগ্নিতে তৈরি হবে। জানা যাচ্ছে, Ather Energy তাদের দুর্ধর্ষ এই ইলেকট্রিক বাইক ভারতের জনবহুল শহর ব্যাঙ্গালোরে উৎপাদন করবে।

উল্লেখ্য, যদিও খুব শীঘ্রই ইলেকট্রিক বাইক উৎপাদনের দিকে মনোনিবেশ করবে না সংস্থাটি। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, আগামী তিন বছর মেয়াদে এই পরিকল্পনাটি গ্রহণ করেছে Ather Energy। বর্তমানে তারা বিভিন্ন প্রকার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে বাজারে রাজত্ব করতে চায়। আমরা আপনাদের বলে রাখি, বর্তমানে ভারতের বাজারে Ather Energy তাদের ইলেকট্রিক স্কুটার গুলি 1.3 লাখ টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকায় বিক্রি করে থাকে।

Related Articles

Back to top button