রাজ‍্য বিজেপির বর্ধিত অধিবেশন সভায় এসে দীলিপ ঘোষ কর্মীদের কী নির্দেশ দিল, জানুন!

Advertisement

Advertisement

রাজীব ঘোষ: মঙ্গলবার রাজ‍্য বিজেপির বর্ধিত অধিবেশন সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মারামারি করে দলের সম্মান নষ্ট করবেন না।এদিন বিজেপির সমস্ত বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি, মন্ডল সভাপতি থেকে শুরু করে বুথস্তরের সভাপতি ও অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।সম্প্রতি বিজেপির সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।সেই সাংগঠনিক নির্বাচনকে কেন্দ্র করে যাতে দলের কর্মীরা নিজেদের মধ্যে অশান্তি না করেন সেই বিষয়ে দলের সভাপতি দিলীপ ঘোষ নির্দেশ দিয়েছেন।তিনি বলেন, দল একটি পরিবার।প্রত‍্যেক পরিবারের একজনের কথায় পরিবার চলে।

Advertisement

ঠিক সেভাবেই দলের নেতৃত্বের নির্দেশ মেনেই দল করতে হবে।বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ২০১৬ সালের পর থেকেই রাজ‍্যে বিজেপির উত্থান শুরু হয়েছে।গত লোকসভা নির্বাচনে রাজ‍্যের ২ কোটি ৩০ লক্ষের উপর ভোটার বিজেপিকে ভোট দিয়েছেন।কিন্তু আমরা এখনো পর্যন্ত তাদের সবার কাছে পৌঁছতে পারিনি।আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ‍্যে বিজেপির সদস্য সংখ্যা ১ কোটির উপরে পৌঁছে যাবে।দিলীপ ঘোষ আরও বলেন, সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়ায় দলের কর্মীরা নিয়ম মেনে সাংগঠনিক পদ্ধতি তৈরী করবেন।এই নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোনো মারামারি যেন না হয়।দলের সমস্ত সাংসদ, বিধায়ক সহ অন্যান্য নেতাদের মানুষের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন বিজেপির রাজ‍্য সভাপতি। তবে বিজেপির এদিনের সভায় বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন না।

Advertisement

Recent Posts