Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Kangana Ranaut: ফের বিতর্কে জড়ালেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত, ভাইরাল ভিডিও

নতুন বছর শুরু হয়েছে। একমাস কাটতে না কাটতেই আবারো নতুনভাবে বিতর্কে জড়ালেন বলিউডের অন্যতম জনপ্রিয় বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। নতুন বছরে তিনি ঠিক করেছিলেন যতটা সম্ভব দূরে থাকবেন বিতর্ক থেকে।…

Avatar

By

নতুন বছর শুরু হয়েছে। একমাস কাটতে না কাটতেই আবারো নতুনভাবে বিতর্কে জড়ালেন বলিউডের অন্যতম জনপ্রিয় বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। নতুন বছরে তিনি ঠিক করেছিলেন যতটা সম্ভব দূরে থাকবেন বিতর্ক থেকে। তবে তিনি বিতর্ক থেকে যত দূরে সরতে চান, বিতর্ক তার তত কাছাকাছি আসতে থাকে। সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করেই করোনা ছড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আবারো নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকার অভিনেত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি একটি অনুষ্ঠানের ভিডিওকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক। এই ভিডিওতে দেখা গিয়েছে স্বয়ং বলি অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। ভিডিওতে দেখা গিয়েছে, কোন একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাপারাজিৎদের ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্য অভিনেত্রী একটি প্লেটে থাকা বেশ কয়েকটি পেস্ট্রির মধ্যে থেকে একটি তুলে মুখের সামনে এমন করে নিয়ে গেলেন যেন তিনি সেটি খাবেন। কিন্তু না, শুধুমাত্র পোজ দেওয়ার জন্যই তিনি পেস্ট্রিটি হাতে নিয়েছিলেন। আর এরপর থেকেই নেটিজেনদের মধ্যে কটাক্ষের শিকার হতে থাকেন তিনি।

তার বিরুদ্ধে করোনা ছড়ানোর মতো একটি গুরুতর অভিযোগ ওঠে। আসলে অভিনেত্রী ঐ পেস্ট্রিটি মুখের সামনে নিয়ে গিয়েও না খেয়ে অন্য পেস্ট্রিটিগুলির সাথে রেখে দেওয়ার জন্যই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। নেটিজেনদের দাবি কঙ্গনা রানাউত ঐ পেস্ট্রিটি মুখের সামনে নিয়ে গিয়েছিলেন, তাতে তার নিঃশ্বাস পড়েছে। পরে সেটিই আবার অন্যান্য পেস্ট্রিটিগুলির সাথে রেখে দেন একই প্লেটে। করোনা আবহে এমন কাজ করা উচিৎ হয়নি অভিনেত্রীর, দাবি নেটিজেনদের একাংশের।

এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ভাইরাল হওয়ার পর থেকেই একাধিক নেটিজেন একেক রকমের মন্তব্য করেছেন। কেউ অভিনেত্রীকে মূর্খ, অশিক্ষিত বলে সম্বোধন করেছেন, আবার কেউ তার এই কাজটিকে অসভ্যতা বলে দাবি করেছেন। এমন নানাধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা। তবে সম্প্রতি এই সমস্ত মন্তব্যের কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী। তিনি বছরের শুরুতেই বলেছিলেন, তিনি বিতর্কে জড়াতে চান না, বরং তিনি চান তার জীবনে বেশি করে প্রেম আসুক। সেই কথা মতোই তিনি তার দিক দিয়ে কোনো রকম কোনো বিতর্কিত মন্তব্য করেননি এই বিষয়ে। তবে কতদিন এই বিষয়টি বহাল থাকে সেটাই দেখার।

About Author