Categories: ডিফেন্স

সীমান্তে গুলির লড়াইয়ে ক্ষতম ৪ জঙ্গি, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

Advertisement

Advertisement

এদিন রবিবার সকাল থেকেই অশান্ত জম্মু-কাশ্মীর। এদিন ভোরে তল্লাশি চালাচ্ছিল ভারতীয় সেনা। কাশ্মীরেরে অনন্তনাগ জেলার দয়ালগাম এলাকায় হঠাৎই গুলির শব্দ পাওয়া যায়। সেই শব্দের জোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা চত্বরে। সেনা ও জঙ্গিদের হাতাহাতিতেই এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, একটি বিশেষ সূত্রে শনিবার রাতে তারা খবর পান অনন্তনাগ জেলার দয়ালগাম গ্রামে কিছু জঙ্গি আত্মগোপন করে আছে। এই খবরের পর এদিন রবিবার ভোরে সেনাবাহিনীর দল এলাকাটি ঘিরে ফেলে। এই খবর জঙ্গিদের কাছে পৌঁছলে তারা পালানোর চেষ্টা করে। কিন্তু এলাকাটি আগে থেকেই পুলিশের হাতের মুঠোয় চলে আসে। সব পথ বন্ধ হয়ে যাওয়ায় জঙ্গিদের পালানো সম্ভব হয় না। এরপরই শুরু হয় দুই দলের লড়াই।

Advertisement

আরও পড়ুন : আতঙ্কের মাঝে সুখবর, করোনা যুদ্ধ জয় সাত ভারতীয়’র

Advertisement

সেনাবাহিনী ও জঙ্গিদের হাতাহাতিতে গুলির শব্দ পাওয়া যায়। জানা গিয়েছে, পুলিশদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গি গোষ্ঠী। কিছুক্ষন পর লড়াই থামলে এলাকাটিতে তল্লাশি শুরু হয়। উদ্ধার হয় বেশ কিছু প্রচুর আগ্নেয়াস্ত্র এবং চার জঙ্গির মৃতদেহ মিলেছে।

Tags: defence

Recent Posts