Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুপার সাইক্লোন আমফানের মধ্যেই জন্ম নিল ৬০ জন বাচ্চা

শ্রেয়া চ্যাটার্জি - সুপার সাইক্লোন আমফান কেড়ে নিয়েছে অনেক মানুষের জীবন। উড়িষ্যা,পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এমনকি কলকাতাসহ বিস্তীর্ণ এলাকাকে ছারখার করে দিয়েছে। তবে এত কিছু দুঃখের মধ্যেও এত না-পাওয়ার মধ্যেও রয়েছে…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – সুপার সাইক্লোন আমফান কেড়ে নিয়েছে অনেক মানুষের জীবন। উড়িষ্যা,পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এমনকি কলকাতাসহ বিস্তীর্ণ এলাকাকে ছারখার করে দিয়েছে। তবে এত কিছু দুঃখের মধ্যেও এত না-পাওয়ার মধ্যেও রয়েছে একটা সুখবর। জন্ম নিয়েছে ৬০ টি ফুটফুটে শিশু। ভদ্রক ডিস্ট্রিক কালেক্টর জ্ঞানা দাস জানিয়েছেন, ২১৮ জন গর্ভবতী মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথম দিন জন্ম দিয়েছিলেন ৪৩ জন মা, পরেরদিন জন্ম দেন ৬০ জনের বাকিরা।

এদের মধ্যে একজন যার নাম শুভাকান্তি সাহু, তিনি আবার যমজ সন্তানের জন্ম দেন। বুধবার কেন্দ্রপাড়া জেলার এক গর্ভবতী নারী যখন প্রসব যন্ত্রনায় ছটফট করছিলেন, তখন বাইরে প্রচন্ড ঝড় হওয়ার কারণে রাস্তায় গাছ পড়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসতে পারেনি। তাকে দমকলের একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলে, তিনি গাড়ির মধ্যে একটি সন্তানের জন্ম দেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একেই করোনা ভাইরাস অথবা তারপরে ঘূর্ণিঝড় আমফানের এমন প্রভাব। সব মিলিয়ে একেবারে বিধ্বস্ত অবস্থা সাধারণ মানুষের। আমফান কেড়ে নিয়েছে বহু মানুষের জীবন, সম্পত্তি, বাড়িঘর, চাষের জমি একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। চারিদিকে শুধু হাহাকার আর হাহাকার। তবে এর মাঝেও এমন একটি খবর যা সত্যি আনন্দদায়ক। তবে এক্ষেত্রে কবির ভাষায় বলতে হয়, ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। এই রকম পরিস্থিতিতে সত্যি কি নবজাতকের জন্য এ বিশ্বকে বাসযোগ্য করে তোলা সম্ভব হয়েছে?

About Author