Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মা হওয়ার পরও টপ ফর্মে! ৩৯ বছর বয়সে বলিউডের সবচেয়ে দামি নায়িকা এই সুন্দরী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবারও প্রমাণ করলেন কেন তিনি ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকা। ৩৯ বছর বয়সেও তিনি যেন সৌন্দর্য, প্রতিভা ও জনপ্রিয়তার মেলবন্ধনের অনন্য উদাহরণ। সম্প্রতি জানা গেছে, একটি…

Avatar

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবারও প্রমাণ করলেন কেন তিনি ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকা। ৩৯ বছর বয়সেও তিনি যেন সৌন্দর্য, প্রতিভা ও জনপ্রিয়তার মেলবন্ধনের অনন্য উদাহরণ। সম্প্রতি জানা গেছে, একটি আসন্ন সিনেমায় অভিনয়ের জন্য দীপিকা পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ২০ কোটি টাকা! এই অঙ্ক ভারতীয় অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ।

দীপিকা পাড়ুকোন: বলিউড থেকে হলিউড পর্যন্ত

দীপিকার কেরিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে, কিন্তু “ওম শান্তি ওম”-এর মাধ্যমে রাতারাতি বলিউডে সুপারস্টার হয়ে ওঠেন। এরপর থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি— ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’, ‘ছপাক’ প্রভৃতি। বলিউড ছাড়িয়ে দীপিকা পৌঁছে গিয়েছেন হলিউডেও— “XXX: Return of Xander Cage” ছবিতে অভিনয় করে আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মাতৃত্বের অপেক্ষায় দীপিকা, ক্যারিয়ারেও তুঙ্গে!

সম্প্রতি দীপিকা ও রণবীর সিং ঘোষণা করেছেন যে তারা প্রথমবার বাবা-মা হতে চলেছেন। চলতি বছরেই তাদের সন্তান পৃথিবীতে আসবে। কিন্তু এই সুখবর সত্ত্বেও দীপিকা তার কেরিয়ারে কোনো বিরতি আনেননি। বরং আগামী বড় বাজেটের অ্যাকশন ছবি ‘স্পিরিট’-এ তাঁর চরিত্র ও পারিশ্রমিক ঘিরে বলিপাড়ায় উত্তেজনা তুঙ্গে।

‘স্পিরিট’ সিনেমায় দীপিকার বিশাল পারিশ্রমিক

এই অ্যাকশন ড্রামা ছবিটি পরিচালনা করছেন এস শঙ্কর, যেখানে দীপিকার সঙ্গে থাকবেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। জানা যাচ্ছে, দীপিকাকে এই ছবির জন্য দেওয়া হয়েছে ২০ কোটি টাকার বিশাল পারিশ্রমিক, যা একজন ভারতীয় অভিনেত্রীর জন্য নজিরবিহীন।

বলিউডে অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে পরিবর্তন

এক সময় বলিউডে অভিনেত্রীদের পারিশ্রমিক অভিনেতাদের তুলনায় অনেক কম ছিল। কিন্তু দীপিকার মতো তারকাদের লড়াই ও প্রমাণের ফলে আজ অভিনেত্রীরাও সমান পারিশ্রমিক দাবি করতে পারছেন। দীপিকার ২০ কোটি টাকার চুক্তি সেই পরিবর্তনেরই এক গুরুত্বপূর্ণ নিদর্শন।

প্রশ্নোত্তর (FAQ)

প্রশ্ন: দীপিকা কোন ছবির জন্য ২০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন?
উত্তর: ‘স্পিরিট’ নামক একটি আসন্ন দক্ষিণী-হিন্দি অ্যাকশন ছবির জন্য।

প্রশ্ন: দীপিকার বয়স কত?
উত্তর: বর্তমানে ৩৯ বছর।

প্রশ্ন: দীপিকা ও রণবীরের প্রথম সন্তান কবে আসছে?
উত্তর: সম্ভবত ২০২৪ সালের শেষের দিকে।

প্রশ্ন: দীপিকা কি হলিউডেও কাজ করেছেন?
উত্তর: হ্যাঁ, ‘XXX: Return of Xander Cage’ ছবিতে অভিনয় করেছেন।

প্রশ্ন: এই মুহূর্তে দীপিকার কি বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী?
উত্তর: হ্যাঁ, বর্তমানে দীপিকাই সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন।

About Author