জ্যোতিষ

Astrology: একটি ছোট মাটির পাত্রই দূর করবে আর্থিক অভাব, শুরু হবে টাকার বৃষ্টি

×
Advertisement

বিলাসবহুল জীবনযাত্রা হোক কিংবা সাধারণভাবে বেঁচে থাকা সবকিছুর জন্যই অর্থ ভীষণভাবে প্রয়োজনীয়। আর এক্ষেত্রে অর্থ উপার্জনের জন্য পরিশ্রম করার পাশাপাশি সন্তুষ্ট করতে হয় মা লক্ষ্মীকেও। পুজো করতে হয় নিয়ম মেনে। আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মনে করা হয়, মানুষের আর্থিক অভাব দূর করতে একটি মাটির কলসিই যথেষ্ট। এই কথা অবশ্য অনেকেরই হয়তো অজানা। আর সেই সূত্রেই বলা যায়, এই নিবন্ধ অনেকের কাছেই গুরুত্ব পাবে।

Advertisements
Advertisement

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রথমে একটি ছোট মাটির কলসিতে পাঁচটা এক টাকার কয়েন নিয়ে নিতে হবে। এরপর সেটি একটি লাল কাপড় দিয়ে ভালো করে মুড়ে গোটা একদিন রেখে দিতে হবে ঘরের মা লক্ষ্মীর ছবির কিংবা মূর্তির সামনে। পরের দিন ছবি কিংবা মূর্তি সমেত ঐ ঘট ভক্তি ভরে পুজো করতে হবে। এরপর সেই ঘট তুলে রাখতে হবে, কোন খিলানে বা ঘরের টাকা রাখার জায়গায়। এই নিয়ম যদি নিষ্ঠা ভরে পালন করা যায়, তবে অর্থ বৃদ্ধির সম্ভাবনা দেখা দেবে গৃহস্থ ঘরে।

Advertisements

এরপর আরো অর্থ বৃদ্ধির জন্য যদি একটি নারকেল একটি লাল কাপড়ে মুড়ে মা লক্ষ্মীর কাছে রেখে নিষ্ঠা ভরে পুজো করা যায় তাহলে, সন্তুষ্ট হন মা লক্ষ্মী। যার ফলস্বরূপ আর্থিক অভাব মেটে ঐ নির্দিষ্ট গৃহস্থ ঘরে। পাশাপাশি বজায় থাকে মা লক্ষ্মীর আর্শীবাদের হাতও।

Advertisements
Advertisement

যদি ক্রমাগত আর্থিক ক্ষতি কিংবা ব্যবসায় ক্ষতি দেখা দিতে থাকে তবে বাড়ির কাছের কোন লক্ষীনারায়ণ মন্দিরে গিয়ে পুজো দিতে হবে নিষ্ঠা ভরে। পুজোর সময় হলুদ চাল ও লাল গোলাপ নিবেদন করে মা লক্ষ্মীকে ঘরে আসার জন্য আহ্বান জানাতে হবে মন থেকে। প্রার্থনার সময় বলতে হবে যাতে তার আশীর্বাদের হাত সর্বদা বিরাজ করে তাদের উপর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী মাসের ১১ তারিখের মধ্যেই আর্থিক বৃদ্ধির জন্য মা লক্ষ্মীকে আহ্বান জানাতে হবে পুজো দিয়ে।

Related Articles

Back to top button