রবিবার সাতসকালে কেষ্টপুরের সমর সরণিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রখ্যাত জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী তার নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। অগ্নিগর্ভ বাড়ি থেকে উদ্ধারের পর তড়িঘড়ি স্থানীয়রা তাকে কাছের একটি বেসরকারি হাসপাতলে ভর্তি করে। ভর্তির সময় তার অবস্থা বেশ সংকটজনক ছিল। তবে বর্তমানে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী তার স্ত্রীকে নিয়ে কেষ্টপুরে সমর সরণিতে নিজের বাড়িতে থাকেন। স্ত্রী কৃষ্ণনগরে বাপের বাড়িতে যাওয়ায় বাড়িতে একাই ছিলেন জ্যোতিষী। তার মধ্যে আজ রবিবার সকাল সাড়ে সাতটার সময় হঠাৎই প্রতিবেশীরা বাড়ি থেকে কালো ধোঁয়া বের হতে দেখে। কালো ধোঁয়া থেকে হইচই পড়ে যায় পাড়াতে এবং সবাই তার দরজায় ধাক্কা দিতে শুরু করে। কেউ দরজা না খোলায় শেষ পর্যন্ত কেষ্টপুর থানায় খবর দেয় প্রতিবেশীরা। পুলিশের তৎপরতায় দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে জ্যোতিষীকে উদ্ধার করে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। জ্যোতিষী ততক্ষণে অত ধোঁয়া ও আগুনের তাপে অচৈতন্য হয়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে এক কাছের বেসরকারি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেছে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে জ্যোতিষীর বলেই প্রাথমিক ধারণা পুলিশের। অন্যদিকে, দমকলের ২ টি ইঞ্জিন তৎপরতার সাথে বাড়ির আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকে জয়ন্ত শাস্ত্রীর বাড়িতে আগুন লেগেছিল। তবে অগ্নিকাণ্ডের আসল কারণ জানতে এরপর তদন্ত হবে।