Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাস্তায় রাস্তায় সবজি ফেরি করছেন ‘বালিকা বধূ’ সিরিয়ালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর

হ্যাঁ কথাতেই আছে, কোন কাজ ছোট নয়। এবারে সেটা প্রমাণ করলেন এক বলিউডের বিখ্যাত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। জনপ্রিয় টিভি সিরিয়াল বালিকা বধূতে তাঁকে দেখা গিয়েছে। কখনও আবার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের হিসেবে কাজ…

Avatar

হ্যাঁ কথাতেই আছে, কোন কাজ ছোট নয়। এবারে সেটা প্রমাণ করলেন এক বলিউডের বিখ্যাত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। জনপ্রিয় টিভি সিরিয়াল বালিকা বধূতে তাঁকে দেখা গিয়েছে। কখনও আবার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের হিসেবে কাজ করেছেন যশপাল শর্মা, রণদীপ হুডাদের সঙ্গেও। বর্তমানে তিনি সবজি বিক্রি করছেন আজমগড়ের সবজি বাজারে। মুম্বই এবং ভোজপুরি সিনেমা জগতে একটি পরিচিত মুখ হলেন পরিচালক রাম বৃক্ষ গওর।

রাস্তায় রাস্তায় সবজি ফেরি করছেন 'বালিকা বধূ' সিরিয়ালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনা সংকটে জীবিকা হারিয়েছেন অনেকে। কেউ কেউ নতুন জীবিকায় প্রবেশ করেছেন। তেমনই, পরিচালক রাম বৃক্ষ গওরের হাতেও কোন কাজ ছিল না। শ্যুটিং বন্ধ,হাতে কাজ নেই,তাই অভাবের তাড়নায় দিনগুজরানের জন্য সবজি বিক্রিকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন বালিকা বধূ ধারাবাহিকের অন্যতম পরিচালক।

রাস্তায় রাস্তায় সবজি ফেরি করছেন 'বালিকা বধূ' সিরিয়ালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর

পরিচালকের ঘরে স্ত্রী ও একটি ছেলে আছে। শ্যুটিং দীর্ঘদিন বন্ধ থাকার কারণে সবজি বিক্রি করেই ছেলের পড়ার খরচ তুলছেন তিনি। সংবাদ সংস্থা আইএএনএসকে (IANS) তিনি জানান- “আমি এই ব্যবসার সঙ্গে ভালোভাবেই পরিচিত। আমার বাবা এই কাজ করেছেন দীর্ঘদিন। তাই আপতত ঠেলা গাড়িতে আমি সবজি বিক্রি করছি। আমার কোনও লজ্জা বা দুঃখ নেই। মুম্বইতে আমার নিজের বাড়ি রয়েছে। আমি নিশ্চয় সেখানে ফিরব। এবং কাজ শুরু করব। এখানে অন্য কোনও কাজের সুযোগ নেই। তাই এই কাজ বেছে নিয়েছি।” এছাড়া তিনি আরও জানান “মুম্বাইয়ে আমার নিজের বাড়ি আছে এবং আমি আত্মবিশ্বাসী যে আমি একদিন ফিরে আসব। ততক্ষণে আমি এখানে যা করতে পারি তা করছি।”

এই প্রসঙ্গে স্বামীজির একটি বাণী শেয়ার না করে উপায় নেই। যোগী রাজ্যে এমন প্রতিভাবান মানুষের অনেকে কদর করেছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হন এই পরিচালক। তাঁর চিন্তা ভাবনা, কাজ যথেষ্ট প্রেরণামূলক তা তিনি প্রমাণ করেছেন এই মহামারীর সময়েও।

রাস্তায় রাস্তায় সবজি ফেরি করছেন 'বালিকা বধূ' সিরিয়ালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর

About Author